মহাষ্টমীর মহানন্দে মাতোয়ারা বাঙালি। কুণাল ঘোষের পুজোয় হাজির রাজ্যপালও। উৎসবের আবহ গোটা রাজ্য জুড়ে। প্রধানমন্ত্রীর সাহায্যের আশ্বাসের পরই পদক্ষেপ। প্যালেস্টাইনে ৩২ টন ত্রাণ সামগ্রী পাঠাল ভারত। রবিবারই ত্রাণ নিয়ে রওনা বায়ুসেনার বিমানের।মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জারি রাজনৈতিক তরজা। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আর যথেচ্ছ ফিজ নয়। বিশ্বকাপে দুরন্ত কামব্যাক শামির।
হেডলাইন:
আরও শুনুন: 20 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- উৎসবের আবহে চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, হাওয়া বদল হতে পারে নবমীতেই
আরও শুনুন: 21 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- ধেয়ে আসছে নিম্নচাপ, পুজোর শেষ লগ্নে বড় দুর্যোগের আশঙ্কা
বিস্তারিত খবর:
1. অঞ্জলি থেকে সন্ধি পুজো- মহাষ্টমীর মহালগ্নে চেনা ছন্দে বাঙালি। বোধন থেকেই চোখে পড়েছে রাস্তায় রাস্তায় উৎসবমুখর বাঙালির হাসিমুখ। আর অষ্টমী সেই উৎসবেরই শীর্ষবিন্দু। আকাশ অংশত মেঘলা থাকলেও তেমন বলার মতো বিঘ্ন ঘটায়নি। অতএব মহাষ্টমীর মহানন্দ একেবারে চেটেপুটেই উপভোগ করছে বাঙালি। সকাল থেকেই শুরু অঞ্জলি দেওয়ার পালা। চণ্ডীপাঠের মন্দ্র শব্দে মুখরিত বাংলার দিগ্বিদিক। এদিন কুণাল ঘোষের পুজো রামমোহন সম্মিলনীতে গিয়ে অঞ্জলি দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজনৈতিক বাক্-বিতণ্ডা পেরিয়ে উৎসবের আবহ-ই এদিন ঘিরে থাকল দুজনকে। রাজ্যপালকে নিজে পুজোর থিম বুঝিয়ে দেন কুণাল। পরে বলেন, “রাজ্যপাল ঘরোয়া পুজোয় সামিল হতে চেয়েছিলেন। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসেছেন। এটা একদমই ব্যক্তিগত সম্পর্ক। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।” বিকেল পেরিয়ে সন্ধে নামতেই শহরে উত্তর থেকে দক্ষিণ ভাসতে থাকে জনতার স্রোতে। বছরকার এই আনন্দের দিন কেউই হাতছাড়া করতে চান না। আর প্রকৃতি সহায় হতে সেই আনন্দ যেন দ্বিগুণ বেড়েছে। অতএব চুটিয়ে চলছে প্যান্ডেল হপিং, খাওয়া-দাওয়া। ভিনদেশ ও রাজ্যেও বাঙালিরা মেতেছেন শারদ-উৎসবে। জেলায় জেলায় একই ছবি। অষ্টমীতে উৎসবের আবহ বজায় থাকল গোটা রাজ্য জুড়েই।
2. যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনে ত্রাণ পাঠাল ভারত। রবিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ত্রাণ নিয়ে মিশরের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান। ওষুধ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হবে দুর্গত মানুষের হাতে। চলতি সপ্তাহের শুরুতেই প্যালেস্টাইনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি। সেইমতো পদক্ষেপ করল নয়াদিল্লি। ইতিমধ্যেই প্যালেস্টাইনের উদ্দেশে রওনা দিয়েছে বায়ুসেনার সি-১৭ বিমান। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানান, “প্যালেস্টাইনের মানুষের জন্য ত্রাণ পাঠাচ্ছে ভারত। ৬.৫ টন ওষুধ-সহ মোট ৩২ টন ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।” গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের দ্বন্দ্বের জেরে ইতিমধ্যে প্যালেস্টাইনে মৃতের সংখ্যা প্রায় চার হাজার ছুঁইছুঁই। এহেন পরিস্থিতিতে মানবিক পদক্ষেপ করল ভারত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।