বেকারত্ব নিয়ে আক্রমণের জবাব মোদির। ৭৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। ঘোষণা এক বছরে ১০ লক্ষ কর্মসংস্থানেরও। দীপাবলির আগেই আলো দেউচা-পাঁচামিতে। জমিদাতাদের আরও এক দফা চাকরির নিয়োগপত্র দিলেন ফিরহাদ। সিঙ্গুর ইস্যু টেনে মমতাকে সমর্থন মন্ত্রীর। গরু পাচার মামলায় দিল্লিতে ইডি হেফাজতে সায়গল হোসেন। জিজ্ঞাসাবাদের জন্য সময় ৭ দিন।
হেডলাইন:
আরও শুনুন: 21 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- টেট-কাণ্ডের প্রতিবাদে পথে নামল বাম-বিজেপি, সোচ্চার বিশিষ্টরাও
বিস্তারিত খবর:
1. কালীপুজোর প্রাক্কালে সামান্য স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানিয়ে দেওয়া হল, উৎসবের মরশুমে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা কার্যত নেই। তবে এর ফলে রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে। উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। উপকূলের পাশাপাশি প্রভাব পড়তে পারে কলকাতাতেও। ২৪ ও ২৫ তারিখ ঘূর্ণিঝড়ের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কালীপুজোর দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও তার মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন।
2. ৮ বছরের শাসনকালে প্রথমবার বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ইস্যুতে বিরোধীদের আক্রমণের জবাব হিসেবে প্রায় ৭৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন তিনি। একইসঙ্গে মোদির আশ্বাস, আগামী এক বছরে সরকার ১০ লক্ষ কর্মসংস্থানের টার্গেট নিয়েছে। সেই লক্ষ্যপূরণে প্রতি মাসে ৭৫ হাজার জনকে নিয়োগ করা হবে।
বাংলায় মমতার আয়োজিত ‘জব ফেয়ারে’র ধাঁচেই এবার দিল্লিতে ‘রোজগার মেলা’র আয়োজন করলেন মোদি। আর সেখানেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া ৭৫ হাজার ২২৬ জন নির্বাচিত চাকরিপ্রার্থীর হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র। এই ৭৫ হাজার যুবক-যুবতী কেন্দ্রের ৩৮টি মন্ত্রক ও বিভিন্ন দপ্তরে কাজে যোগ দেবেন। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, সব স্তরের কর্মীরাই এদিন প্রধানমন্ত্রীর হাত থেকে ভারচুয়ালি নিয়োগপত্র পেয়েছেন। সূত্রের খবর, আগামী দিনে সমস্ত বিজেপি বা এনডিএ শাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাতেও এই ধরনের রোজগার মেলার আয়োজন করা হবে। এদিকে আগামী এক-দেড় বছরের মধ্যে ৮টি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন রয়েছে। তার আগে এই বিপুল পরিমাণে চাকরির আশ্বাস দেওয়াকে মোদির মাস্টারস্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।