অভিনব সাফল্য সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। মিলেছে প্রায় চার লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব। শিল্পপতিদের সঙ্গে মউ স্বাক্ষর ১৮৮টি, জানালেন মমতা। উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ে আলোর রেখা। আটকে পড়া শ্রমিকদের আরও কাছে উদ্ধারকারী দল। আপাতত হাসপাতালেই ভরতি ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মোদিকে পরোক্ষে ‘অপয়া’ বলে বিপাকে রাহুল। প্রধানমন্ত্রীর মানহানি করেছেন কংগ্রেস নেতা, অভিযোগে সরব বিজেপি। নির্বাচন কমিশনে নালিশ দলের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিপুল বিনিয়োগের প্রস্তাব, কর্মসংস্থানের সম্ভাবনা- সব মিলিয়ে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অভাবনীয় সাফল্য দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজিবিএসে সব মিলিয়ে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, দু’দিনের সম্মেলন শেষে জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানালেন, এবারের বাণিজ্য সম্মেলনে দেশবিদেশের শিল্পপতিদের সঙ্গে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে, যা বিপুল কর্মসংস্থানের দিশা দেখাবে। আগামী দিনে শিল্প এবং বিনিয়োগের গন্তব্য বাংলাই, এ কথা মনে করিয়ে আগামী বিজিবিএসের জন্যও বিদেশি শিল্পপতিদের আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের বাণিজ্য সম্মেলনে প্রথমবার ক্রিয়েটিভ ইকোনমিকে জায়গা দেওয়া হয়েছিল। বিদেশি লগ্নিকারীদের সামনে বাংলার চলচ্চিত্র, থিয়েটার, চিত্রকলা, প্রকাশনা, উৎসব-সহ সাংস্কৃতিক ক্ষেত্রের সম্ভাবনা তুলে ধরেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্টরা। বাংলা সিনে ইন্ডাস্ট্রিকে আরও চাঙ্গা করতে যৌথ উদ্যোগে এগিয়ে এসেছে স্পেন-অস্ট্রেলিয়া। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে দেশ-বিদেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ১৩টি মউ চুক্তি স্বাক্ষর হয়েছে রাজ্যের কল্যাণী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। তবে এই সাফল্যের মাঝেও অবশ্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। এজেন্সি পাঠিয়ে শিল্পপতিদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২। উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ে ক্রমশ ফুটে উঠছে আলোর রেখা। আটকে পড়া শ্রমিকদের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। সব ঠিকঠাক চললে বুধবার রাতেই তাঁদের উদ্ধার করা সম্ভব হবে মনে করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকারী দল আর ১২ মিটার দূরে রয়েছেন। এদিনও উদ্ধারকাজের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এদিন উত্তরাখণ্ড পর্যটন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক ভাস্কর খুলবে জানিয়েছেন, বাকি ১৮ মিটারের মধ্যে ৬ মিটার খোঁড়া হয়ে গিয়েছে। আর বাকি রয়েছে ১২ মিটার। আপাতত আটকে পড়া ৪১ জন শ্রমিকই সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। দ্রুতগতিতেই চলছে উদ্ধারকাজ। বুধবার রাতেই সকলকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশবাদী সে রাজ্যের প্রশাসন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।