দুর্নীতির অভিযোগের মধ্যেই শিক্ষক নিয়োগের নিয়ম বদলের সুপারিশ SSC-র। ফিরতে পারে ইন্টারভিউ ও কাউন্সিলিং প্রক্রিয়া। অবশেষে মুখ খুললেন অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা। কাজের পারিশ্রমিক ছাড়া নেই অন্য কোনও আর্থিক লেনদেন। ২৯ মার্চ তৃণমূল ছাত্র ও যুব-র সমাবেশ ধর্মতলায়। ডিএ আন্দোলনকারীদের ধরনা স্থগিতের আরজি পুলিশের, তুঙ্গে বিতর্ক। ওড়িশা সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলকিস বানো মামলায় বিশেষ বেঞ্চ গড়ার আশ্বাস সুপ্রিম কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 21 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, এবার ধরনায় মুখ্যমন্ত্রী
আরও শুনুন: 20 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ভারতসেরা মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগের মধ্যেই শিক্ষক নিয়োগের নিয়ম বদলাতে সচেষ্ট হল SSC। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর তুলে দিয়ে পুরনো ইন্টারভিউ পদ্ধতি ফিরিয়ে আনার সুপারিশ করা হল স্কুল সার্ভিস কমিশনের তরফে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আপাতত নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম চালুর সুপারিশ করা হয়েছে। এই পদ্ধতিতে নিয়োগ করা হলে শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় সামঞ্জস্য থাকবে। ২০১৯-২০ সালে নিয়োগ পরীক্ষায় কাউন্সেলিং এবং ইন্টারভিউ প্রক্রিয়া তুলে দিয়েছিল SSC। কিন্তু এবার সেটা ফেরত আনার সুপারিশ করা হয়েছে বলেও জানান SSC চেয়ারম্যান। তাঁর মতে, একজন শিক্ষক যিনি ক্লাস নেবেন, তাঁর বাচনশৈলী, বোঝানোর ক্ষমতা, এগুলো যাচাই না করে কী করে তালিকাভুক্ত করা হবে? অর্থ দপ্তর সুপারিশ করেছিল, ৩ বছরের জায়গায় ১০ বছর ওএমআর সংরক্ষণ করে রাখতে। সেই সুপারিশও মেনে নেয় এসএসসি। এদিকে এসএসসির গ্রুপ সি-র কাউন্সিলিংয়ে রইল না অন্তর্বর্তী স্থগিতাদেশ। তা বুধবার সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
2. নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন শ্বেতা চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই তাঁকে নিয়ে চর্চা চলছে। বিতর্কের আবহেই মুখ খুলে তিনি জানান, গত ২০১৭ সালে অয়নের সঙ্গে তাঁর পরিচয়। সেই সময় অয়নের প্রোডাকশন হাউসের হয়ে বেশ কয়েকটি কাজ করেছিলেন। মডেল-অভিনেত্রীর দাবি, মুক্তি না পাওয়া ওই ছবিতে কাজের জন্য পারিশ্রমিক ছাড়া এক পয়সাও তিনি নেননি। তবে অয়নের একটি গাড়ি তিনি ব্যবহার করতেন, তা স্বীকার করে নিয়েছেন শ্বেতা। শোনা গিয়েছে, চুঁচুড়াতে একটি ফ্ল্যাট রয়েছে শ্বেতার। ওই ফ্ল্যাট প্রোমোটার অয়ন শীলের কাছ থেকেই নেওয়া। সেই সময় অবশ্য ফ্ল্যাটটির রেজিস্ট্রি হয়নি। রেজিস্ট্রি হয়নি বলে পরে ফ্ল্যাট বাবদ দেওয়া ৫৫ লক্ষ টাকা অয়ন তাঁকে ফেরত দিয়ে দেন বলেই দাবি শ্বেতার। বেলঘরিয়াতেও একটি ফ্ল্যাট ছিল মডেল-অভিনেত্রীর। সূত্রের খবর, শ্বেতা এবং অয়ন নাকি মামা-ভাগ্নি পরিচয়ে বেলঘরিয়ার ফ্ল্যাটে থাকতেন। তবে এই তথ্যের সত্যতা স্বীকার করেননি শ্বেতা। তিনি আদৌ নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি তলব করলে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাসই দিয়েছেন শ্বেতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।