সরস্বতী পুজোর আগে স্কুলে চালু হতে পারে আংশিক ক্লাস। রাজ্যকে ১০০০ কোটি টাকা ঋণ বিশ্বব্যাঙ্কের। প্রয়াত প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক। সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ। রবিবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা। বিদেশে নয়, করোনা আবহে দেশের মাটিতেই বসবে আইপিএলের আসর।
হেডলাইন:
আরও শুনুন: 21 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ইন্ডিয়া গেটে বসছে নেতাজির গ্রানাইট মূর্তি, ঘোষণা প্রধানমন্ত্রীর
আরও শুনুন: 20 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ‘ক্যাডার রুলস’ কঠোরের প্রস্তাব, প্রতিবাদে মোদিকে চিঠি মমতার
বিস্তারিত খবর:
1. দীর্ঘদিন বাড়িতে আটকে থাকার প্রভাব পড়ছে শিশুমনে। মানসিকভাবে পড়ুয়াদের চাঙ্গা রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে স্কুলশিক্ষা দপ্তর। রবিবার থেকে এই বিষয়ে শুরু হচ্ছে ওয়েবিনার। পাশাপাশি সরস্বতী পুজোর আগে স্কুলে আংশিক ক্লাস চালু নিয়েও হতে চলেছে আলোচনা। শনিবার স্কুলশিক্ষা দপ্তর জানিয়েছে, শ্রেণিকক্ষের পরিবেশ থেকে দূরে থাকা ও সমবয়সিদের সঙ্গে দেখা না হওয়ায় ছাত্র-ছাত্রীদের মনে প্রভাব পড়ছে। ডিজিটাল মাধ্যমের সঙ্গে মানিয়ে নেওয়ার অসুবিধা হওয়ায় মনস্তাত্ত্বিক আচরণও প্রভাবিত হচ্ছে। এখনই এ ব্যাপারে যত্ন না নিলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এই পরিপ্রেক্ষিতে স্কুলশিক্ষা বিভাগ বিশেষ ওয়েবিনার করার সিদ্ধান্ত নিয়েছে। যা পড়ুয়াদের মানসিক সহায়তা প্রদান করার জন্য সহায়ক হবে। রাজ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। তা উল্লেখ করে স্কুল চালুর দাবিতে সরব নানা মহল। শ্রেণিকক্ষ ফের খুলতে চেয়ে শিক্ষা দপ্তরের চিঠি গিয়েছে নবান্নে। বিকাশ ভবনের শিক্ষা কর্তারা মনে করছেন সোমবার নাগাদ সবুজ সংকেত আসতে পারে। চিকিৎসকদের একটি অংশ বলছে, টানা বাড়িতে থাকার ফলে মানসিক অবসাদে ভুগছে ছাত্রছাত্রীরা। সেইমতো স্কুল শিক্ষা দপ্তর ২৩ জানুয়ারি থেকে ওয়েবিনার সিরিজ করবে। সিরিজের নাম ‘উজ্জীবন চর্চা।’ শিক্ষাবিদদের পাশাপাশি আলোচনা হবে মনোবিদদের সঙ্গেও। আলোচনা নির্যাস জমা পড়বে দপ্তরে। বিশেষজ্ঞদের নিদান কার্যকর করবে রাজ্য সরকার।
2. রাজ্যের একাধিক উন্নয়নমূলক সামাজিক প্রকল্পের কাজের ভূয়সী প্রশংসা করে চিঠি দিল বিশ্বব্যাঙ্ক। তাতে বিশেষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর কাজে উৎসাহ জোগাতে হাজার কোটি টাকা ঋণদানও করল বিশ্বব্যাংক।
শনিবারই বিশ্বব্যাংকের এই চিঠি এসে পৌঁছেছে নবান্নে। ‘দুয়ারে সরকার’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ একাধিক প্রকল্পের ভূয়সী প্রশংসা করে বিশ্বব্যাংক জানিয়েছে, তারা ১২৫ মিলিয়ন ডলার ঋণ দিতে প্রস্তুত রাজ্যকে। ভারতীয় মুদ্রায় যা ১০০০ কোটি টাকা। জানা গিয়েছে, এই টাকা শুধু সামাজিক প্রকল্পগুলি চালাতে খরচ করা হবে। বিশ্বব্যাঙ্কের তরফে এই ঋণ পেয়ে খুশি রাজ্য সরকার। নাগরিক পরিষেবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন প্রকল্পগুলি চালাতে এই হাজার কোটি টাকা খুবই প্রয়োজনীয় বলে নবান্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২০ সালে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে বিপর্যস্ত সুন্দরবনের পঞ্চায়েত পরিকাঠামোর উন্নয়নে অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছিল বিশ্বব্যাংক। রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে সাহায্য করার কথা জানায় আন্তর্জাতিক সংগঠন। পঞ্চায়েত দপ্তরের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলের কম করে ১৯০টি পঞ্চায়েত এলাকার ব্যাপক ক্ষতি হয়েছিল। সেসব পুনর্গঠনেই বিশ্বব্যাংকের ওই অর্থ খরচ করা হবে বলে জানা গিয়েছিল সরকারি সূত্রে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।