শাহজাহানকে পালানোর পরামর্শ দিয়েছেন খোদ ডিজি। সন্দেশখালিতে দাঁড়িয়ে বিস্ফোরক সুকান্ত। ফের উত্তপ্ত সন্দেশখালি। মারমুখী মহিলাদের বিক্ষোভে পালালেন শাহজাহানের ভাই। ‘খলিস্তানি’ ইস্যুতে রাজভবনের দ্বারস্থ শিখ সম্প্রদায়। হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাজ্যপালকে স্মারকলিপি। এবার লোকসভা ভোটের আগেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। ৩ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে যৌথ লড়াই আপ-কংগ্রেসের। প্রকাশ্যে আইপিএলের আংশিক সূচি।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. নিখোঁজ শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সন্দেশখালিতে থানার সামনে ধরনা দেন তিনি। সেই নিয়ে পুলিশের সঙ্গে একচোট ধ্বস্তাধ্বস্তি বাধে। পরে তিনি বলেন, নিখোঁজ শাহজাহানের সন্ধান দিতে পারেন ডিজি স্বয়ং। তাঁর দাবি, সন্দেশখালির তৃণমূল নেতাকে পালানোর পরামর্শ দিয়েছেন রাজীব কুমারই। সন্দেশখালির আইসি ও এসপির কল রেকর্ড খতিয়ে দেখলেই শাহজাহানের সন্ধান পাওয়া যাবে বলে দাবি করেন বিজেপি নেতা।
এদিকে আগামী ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসতে মহিলা ন্যায় সমাবেশে বক্তব্য রাখার পর কি সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী? তেমন বন্দোবস্ত করা হতে পারে বলে আগেভাগেই ইঙ্গিত দিয়ে রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
2. মহিলাদের ক্ষোভের আগুনে ফের উত্তপ্ত সন্দেশখালি। এবার শেখ শাহজাহানের ভাইয়ের ভেড়ির আলঘরে আগুন লাগিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। মারমুখী মহিলাদের বিক্ষোভে বাইক নিয়ে পালালেন তৃণমূল নেতার ভাই। তাঁর বিরুদ্ধেও রয়েছে ভেড়ি দখলের অভিযোগ। খবর পেয়ে ডিআইজি বারাসতের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দখল হয়ে যাওয়া জমি, দোকানঘর, ভেড়ি দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন খোদ ডিআইজি। এই নিয়ে নতুন করে থমথমে সন্দেশখালি।
এদিকে শেখ শাহজাহান ও তাঁর শাগরেদরা এলাকার মহিলাদের গভীর রাতে পার্টি অফিসে ডেকে পাঠাতেন বলে অভিযোগ উঠেছে। উঠেছে শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগও। এই পরিস্থিতিতে গোটা ঘটনার দায় কার্যত নির্যাতিতাদের কাঁধেই চাপালেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্টমী সর্দার। তাঁর পালটা প্রশ্ন, ‘ডাকলেই যাবে কেন?’ তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এলাকার বাসিন্দারা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।