আনিস কাণ্ডে সাসপেন্ড আমতা থানার তিন পুলিশকর্মী। ছাত্রনেতার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে তদন্তকারীরা। মহাকরণ অভিযানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। ফের দ্বিখণ্ডিত ইউক্রেন। বিদ্রোহীদের দখলে থাকা ডোনেৎস্ক-লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করল রাশিয়া। জরুরি বৈঠকে বসল রাষ্ট্রসংঘ। নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। সুস্থতার পথে বাংলাও।
হেডলাইন:
আরও শুনুন: 21 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- আনিস হত্যাকাণ্ডে শুরু তদন্ত, মুখ্যমন্ত্রীর নির্দেশে গড়া হল সিট
বিস্তারিত খবর:
1. আনিস কাণ্ডের প্রতিবাদে মহাকরণ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা। মৌলালিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। এদিকে আনিস কাণ্ডের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সব মিলিয়ে তীব্র উত্তেজনা শহরে।
আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খাস কলকাতা। মঙ্গলবার দুপুরে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। আনিস কাণ্ডের বিচারের দাবিতে বহু পড়ুয়া সামিল হন অভিযানে। ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্রথমে মৌলালিতে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। পরবর্তীতে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। মৌলালি হয়ে ডোরিনা ক্রসিংয়েরর দিকে আসার কথা ছিল মিছিলটির। সেখানে জলকামান নিয়ে প্রস্তুত ছিল পুলিশ। পুলিশি বাধার আশঙ্কা করে মিছিলের রুট বদল করেন আন্দোলনকারীরা। এজেসি বোস রোড ফ্লাইওভার ধরে শিয়ালদহের দিকে রওনা দেয় মিছিলটি। রাস্তার বিভিন্ন জায়গায় বসে পড়েন আন্দোলনকারীরা। বাধা দেওয়া হয় পুলিশের তরফেও। কিন্তু লক্ষ্যে পৌঁছতে মরিয়া পড়ুয়ারা এগোতে থাকেন কলেজ স্ট্রিটের দিকে। পুরোপুরি আটকে যায় রাস্তা। অফিস থেকে ফেরার পথে প্রবল ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অবশেষে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
2. ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে এবার নড়েচড়ে বসল পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ, SIT গঠন, তদন্তের কাজে সরেজমিনে নামা– সব মিলিয়ে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের চূড়ান্ত সক্রিয়তা দেখা গেল। আর তার জেরেই সাসপেন্ড করা হল আমতা থানার তিন পুলিশকর্মীকে। হাওড়া (গ্রামীণ) পুলিশের সুপার সৌম্য রায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম, হোমগার্ড কাশীনাথ বেরা– এই তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। সূত্রের আরও খবর, এই তিনজনই সেদিন রাতে আনিসের বাড়ি গিয়েছিলেন। সাসপেন্ড হওয়া তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বলে খবর। অন্যদিকে, আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী ও সেকেন্ড অফিসার প্রীতম ভৌমিককে এদিন ভবানীভবনে তলব করেছিল সিট। মঙ্গলবার দুপুরে ছাত্রনেতা আনিসের বাড়িতে যান সিটের সদস্য মিরাজ খালিদ ও ধ্রুবজ্যোতি দে। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।
এদিকে ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে উত্তাল গোটা রাজ্য। চলছে রাজনৈতিক চাপানউতোর। এমন পরিস্থিতিতে আনিসের পরিবারের সঙ্গে দেখা করলেন আরেক নামজাদা ছাত্রনেতা তথা সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ উমর খালিদের বাবা। তিনি আবার ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি নেতাও বটে। এদিন সিবিআই তদন্তের পক্ষেও সওয়াল করেন উমর খালিদের বাবা। এদিন জেএনইউর ছাত্রনেতা উমর খালিদও আনিসের বাবাকে ফোন করেন বলে খবর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।