ফের বাড়ল দুর্গাপুজোর অনুদান। বিদ্যুতের বিলেও বড় ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। যাদবপুর ছাত্রমৃত্যুতে জুড়ল র্যাগিংয়ের ধারা। প্রমাণ ওড়াতে খোলা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ, দাবি পুলিশের। রাজ্যে চালু অ্যান্টি-র্যাগিং হেল্পলাইন নম্বর। অভিষেক বিদেশ থেকে ফিরতেই সক্রিয় ইডি। কালীঘাটের কাকুর একাধিক ঠিকানায় চলল তল্লাশি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ উঠল ৩ পড়ুয়ার বিরুদ্ধে। শচীন তেণ্ডুলকরের মুকুটে জুড়ল নয়া পালক।
হেডলাইন:
আরও শুনুন: 21 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- দাবি মেনেই রাজ্যে ফের বাড়ল ইমাম-পুরোহিত ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. রাজ্যে ফের বাড়ল দুর্গাপুজোর অনুদানের পরিমাণ। বিদ্যুতের বিলেও বড় ছাড়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ গাইডলাইন তৈরি করে দিলেন তিনি।
রাজ্যের তরফে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হত কমিটিগুলিকে। কিন্তু ২০২১ সালে করোনার সময় অনুদান কার্যত দ্বিগুণ বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। পরের বছর বাড়ে আরও ১০ হাজার। এই বছর অনুদান আরও ১০ হাজার টাকা বেড়ে দাঁড়াল মোট ৭০ হাজার টাকা। শুধুমাত্র নগদ অনুদান নয়, বিদ্যুৎ-সহ একাধিক ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে বড় ছাড় দেওয়ার ঘোষণাও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, বিদ্যুতের বিলের দুই তৃতীয়াংশ দিতে হবে না। বিদ্যুত সংযোগের জন্য আবেদনও জানানো যাবে বিনামূল্যে। দমকল পরিষেবাও মিলবে বিনামূল্যে। কোজাগরী লক্ষ্মীপুজোর আগের দিন অর্থাৎ ২৭ অক্টোবর রেড রোডে আয়োজিত হবে পুজো কার্নিভ্যাল। এদিকে পুজোতে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়, রাস্তায় যানজট না হয়, সে বিষয়ে শ্রীভূমি স্পোর্টিংয়ের হোতা তথা দমকল মন্ত্রী সুজিত বসুকে রীতিমতো কড়া সুরে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
2. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুতে এবার জুড়ল র্যাগিংয়ের ধারা। এই ঘটনায় ধৃত সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষকে আদালতে পেশ করে পুলিশের দাবি, যাদবপুরের মৃত ছাত্রের উপর শারীরিক ও মানসিক অত্যাচার হয়েছিল বলে স্পষ্ট প্রমাণ মিলেছে। আর সেই প্রমাণ লোপাটের জন্য তৈরি করা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আগেই। বাকি একজনের মোবাইল পুলিশের হাতে। তার হোয়াটসঅ্যাপ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। আদালতে বছর খানেক আগে লেখা দীপশেখর দত্তের একটি ডায়েরির কথাও জানানো হয়েছে। সেখানে নিজের সঙ্গে হওয়া ব়্যাগিংয়ের কথা লিখেছিল ওই ধৃত ছাত্র। সওয়াল জবাব শেষে ধৃত সৌরভ চৌধুীকে ২৪ আগস্ট ও বাকি ২ জনকে ২৬ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে যাদবপুর কাণ্ডের আবহে সামনে আসছে একের পর এক র্যাগিংয়ের অভিযোগ। এই পরিস্থিতিতে এবার গোটা রাজ্যের জন্য অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। টোল ফ্রি নম্বরটি হল- ১৮০০-৩৪৫-৫৬৭৮। লালবাজারে ২৪ ঘণ্টা খোলা থাকবে এই হেল্পলাইন, যেখানে রাজ্যের যে কোনও প্রান্ত থেকে অভিযোগ জানানো যাবে বলেই ঘোষণা মুখ্যমন্ত্রীর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।