জাহাঙ্গিরপুরীতে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধিদলকে। অভিযোগ পুলিশি অসহযোগিতার। রাজ্যে ফের মিলল চিটফান্ডের হদিশ। ২ হাজার কোটি টাকা প্রতারণার তদন্তে ইডি-সিবিআই। বালিগঞ্জ থেকে DEO-র হাতে গ্রেপ্তার ১। আরও এক গণধর্ষণ মামলার দায়িত্বে দময়ন্তী সেন। নামখানার গৃহবধূ ধর্ষণের তদন্ত হবে তাঁরই অধীনে। মেমারির আল আমিন মিশন অ্যাকাডেমিতে বহিরাগত তাণ্ডব। ছাত্রাবাসে ঢুকে ব্যাপক মারধরের অভিযোগ। কাঠগড়ায় খোদ হস্টেল সুপার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. দিল্লির জাহাঙ্গিরপুরীতে অকুস্থলে ঢুকতে বাধা তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলকে। বাধা দেওয়ার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। যে মসজিদকে কেন্দ্র করে হনুমান জয়ন্তীতে হিংসার ঘটনা ঘটেছিল, সেই মসজিদের কাছেই পৌঁছাতে দেওয়া হয়নি তৃণমূলের প্রতিনিধিদের। এর জন্য পুলিশের অসহযোগিতা এবং বিভ্রান্তিমূলক আচরণকেই দায়ী করলেন তাঁরা।
এরাজ্যের বগটুই, হাঁসখালির মতো ঘটনায় যেভাবে দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়েছিল বিজেপি, অনেকটা সেই ধাঁচেই জাহাঙ্গিরপুরীতে সংসদীয় দল পাঠায় তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুপুরেই সেখানে পৌঁছায় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন ওই দলে ছিলেন শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ এবং অর্পিতা ঘোষ। জাহাঙ্গিরপুরী পৌঁছে তাঁরা দেখেন যে গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। তাঁরা ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। তবুও যে মসজিদের সামনে মূল ঘটনা ঘটেছে, স্থানীয়দের সাহায্যে সেই মসজিদের একেবারে কাছে পৌঁছে যান কাকলিরা। কিন্তু সেখানে গেলে দেখা যায় মসজিদ চত্বরেও আলাদা করে ব্যারিকেড করা আছে। পুলিশের কাছে সেই ব্যারিকেড খোলার অনুমতি চাইলে পুলিশ জানায়, মসজিদে যাওয়ার রাস্তা অন্যদিকে। কিন্তু পুলিশকর্মীরা যে রাস্তা দেখিয়ে দেন, সেই রাস্তায় গিয়ে তৃণমূল প্রতিনিধিরা বুঝতে পারেন তাঁরা মসজিদ থেকে আরও দূরে চলে গিয়েছেন। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের প্রতিনিধিরা। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন প্রতিনিধিরা। পুরো ঘটনার রিপোর্ট তাঁরা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
2. ৬ বছর পর বসছে বিচারপতিদের সম্মেলন। আর সেই সম্মেলনের উদ্বোধনী মঞ্চেই পাশাপাশি থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমস্ত রাজ্যের হাই কোর্টের বিচারপতিদের নিয়ে এই সম্মেলনের উদ্বোধন আগামী ৩০ এপ্রিল। চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। করোনা আতঙ্ক কাটিয়ে ছ’ বছর পর ফের বসছে এই সম্মেলনের আসর। যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতিও। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন মঞ্চেই উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এর জন্য আগামী ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন তিনি। এক মঞ্চে থাকলেও মোদি ও মমতার আলাদা করে বৈঠক হবে কি না, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। রাজ্য-কেন্দ্র সংঘাতের আবহ নানা সময় শিরোনামে উঠে আসে। সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে এক মঞ্চে মোদি-মমতা মুখোমুখি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।