মুখ্যমন্ত্রীকে কুকথার জের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা কমিশনের, প্রচারেও ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা। পালটা আদালতে যাওয়ার হুঁশিয়ারি নেতার। ভোট আবহে পুলিশি তল্লাশি শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে। ‘সন্ন্যাসী’ মন্তব্যের প্রতিবাদে স্বাভিমান যাত্রার ডাক সাধুদের। বসিরহাটে ভোটের আগে স্বস্তিতে রেখা পাত্র।কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে নয়া পদক্ষেপ আদালতের।
হেডলাইন:
আরও শুনুন: 19 মে 2024: বিশেষ বিশেষ খবর- সন্ন্যাসীদের রাজনৈতিক যোগ নিয়ে মমতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া মোদির
আরও শুনুন: 18 মে 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যের সব শিক্ষককেই প্রমাণ দিতে হবে যোগ্যতার, নির্দেশ শিক্ষাদপ্তরের
বিস্তারিত খবর:
1. মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুমন্তব্যের জেরে বিপাকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চার পাতার চিঠিতে তীব্র ভর্ৎসনা করে বিজেপি প্রার্থীকে ‘সেন্সর’ করল কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে আগামী ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকেও একই চিঠি পাঠিয়ে কমিশনের বার্তা, যাতে ভবিষ্যতে কোনও বিজেপি প্রার্থী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ না করেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন আরও বলেছে, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা এবং যে কর্মক্ষেত্র থেকে তিনি এসেছেন, তাঁর কাছে এধরনের মন্তব্য অপ্রত্যাশিত এবং নিন্দনীয়।” তৃণমূলের নালিশের প্রেক্ষিতে আগেই অভিজিৎকে শোকজ করেছিল কমিশন। অভিজিৎ তার জবাব দিলেও, তাতে সন্তুষ্ট হয়নি কমিশন। এরপরেই আরও কড়া পদক্ষেপ করা হল তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। পালটা বিজেপি প্রার্থীর দাবি, এই সিদ্ধান্তের আগে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাঁর সম্মানহানি হয়েছে দাবি করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
2. ভোট আবহে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি তথা অফিসে পুলিশি তল্লাশি। বিরোধী দলনেতার অভিযোগ, অনুমতি ছাড়াই অভিযান চালায় পুলিশ, সঙ্গে ছিল আইপ্যাকের সদস্যরাও। ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলছেন তিনি। পালটা পুলিশ বলছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তল্লাশি। এক দুষ্কৃতীর খোঁজেই চালানো হয়েছিল অভিযান।
কোলাঘাটে একটি ভাড়া বাড়ি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার। সেখানেই রয়েছে তাঁর অফিসও। এদিন সেখানেই হানা দেয় কোলাঘাট থানার পুলিশ। খবর পেয়ে তড়িঘড়ি কেশপুর থেকে ছুটে আসেন বিজেপি নেতা। থানার বাইরে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এরপর আইনি পথে পুরো বিষয়টির মোকাবিলা করবেন বলে জানিয়ে থানার সামনে ধরনায় বসেছেন শুভেন্দু অধিকারী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।