পেট্রল-ডিজেলের শুল্কে বিরাট ছাড় ঘোষণা কেন্দ্রের। কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর। জুনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জয়েন্টের ফলপ্রকাশ। এসএসসি নিয়ে জলঘোলার মাঝেই বদল রাজ্যের শিক্ষা কমিশনার। বিজেপিকে হারাতে চাই সম্মিলিত শক্তি, লন্ডন থেকে বার্তা প্রাক্তন কংগ্রেস সভাপতির। এএফসি কাপে বড় জয় মোহনবাগানের।
হেডলাইন:
আরও শুনুন: 19 মে 2022: বিশেষ বিশেষ খবর- এজেন্সি দিয়ে বাংলার বদনাম করতে চাইছে বিজেপি, তোপ মমতার
বিস্তারিত খবর:
১. আমআদমিকে স্বস্তি দিয়ে পেট্রল-ডিজেলের শুল্কে বিরাট ছাড় ঘোষণা করল কেন্দ্র সরকার। একধাক্কায় পেট্রলে শুল্ক কমিয়ে দেওয়া হল ৮টাকা। আর ডিজেলে শুল্ক কমানো হল ৬ টাকা। যার ফলে পেট্রলে লিটার প্রতি দাম কমবে ৯ টাকা ৫০ পয়সা। আর ডিজেলে দাম কমবে লিটার প্রতি ৭ টাকা করে। রবিবার থেকেই নয়া দাম কার্যকর হবে বলে ঘোষণা করা হল। শুধু তাই নয়, রান্নার গ্যাসের দামেও বড়সড় স্বস্তি মিলল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন জানান, রান্নার গ্যাসে ভরতুকির পরিমাণ বাড়ানো হচ্ছে। এবার থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসে ভরতুকি পাওয়া যাবে ২০০ টাকা করে। বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই ভরতুকি পাওয়া যাবে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ৯ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন। কেন্দ্রের এই ঘোষণায় স্বস্তির হাওয়া মধ্যবিত্তের গেরস্থালিতে।
২. রাজ্য জুড়ে কালবৈশাখীর তাণ্ডব। শনিবার বিকেলে তুমুল বৃষ্টি, সেই সঙ্গে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় তছনছ হয়েছে কলকাতা, হাওড়া, হুগলির একাধিক এলাকা। দুর্যোগ মাথায় করে রবীন্দ্র সরোবরে রোয়িং করতে নেমে প্রাণ হারাল সাউথ পয়েন্ট স্কুলের দুই ছাত্র। কলেজ স্ট্রিট, আলিপুর, সাদার্ন অ্যাভিনিউয়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। আনোয়ার শাহ স্ট্রিটে উপড়ে গিয়েছে গাছ। কলকাতা বিমানবন্দর এলাকাতেও খুব কম সময়ের মধ্যে জল জমে যায়। প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে কলকাতায় সাময়িক ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে যায় টালিগঞ্জ ও কবি সুভাষ মেট্রো চলাচল। কালবৈশাখীর দাপট জেলাতেও। বর্ধমানে ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একজনের। তুমুল ঝড়বৃষ্টির কারণে সুরক্ষার কথা ভেবে বন্ধ রাখা হয় উড়ান। এদিকে, শনিবার বিকেলে এএফসি কাপের ম্যাচে যুবভারতীতে শুরু হয়েছিল মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের খেলা। কিন্তু খেলা শুরুর ১১ মিনিটের মাথায় ঝড়বৃষ্টির দাপটে খেলা বন্ধ রাখতে হয়। পরে আবার শুরু হয় খেলা। ঝড়ের দাপটে আইপিএল প্লে-অফের ঠিক দু’দিন আগে কালবৈশাখীতে তছনছ হয়ে গিয়েছে ক্রিকেটের নন্দন কাননও। ঝড়ে উড়ে গিয়েছে ইডেনের গ্রাউন্ড কভার। স্টেডিয়ামের বেশ কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।