দুর্নীতির সঙ্গে আপোস নয়। একুশের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা মমতার। কর্মীরাই দলের সম্পদ, সমাবেশে ফের মনে করালেন জননেত্রী। একুশের মঞ্চে মমতার পাশে অখিলেশ। ছাব্বিশের জন্য বার্তা অভিষেকের।বাংলাদেশে ছাত্র আন্দোলনের জের, সুপ্রিম রায়ে মুক্তিযোদ্ধা-সংরক্ষণ এবার পাঁচ শতাংশ। এশিয়া কাপে সেমি ফাইনালের পথে ভারতের মেয়েরা।
হেডলাইন:
আরও শুনুন: 20 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- একুশের সমাবেশে বড় চমক, একমঞ্চে মমতা-অখিলেশ
আরও শুনুন: 19 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- কোটা বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বাংলাদেশ, প্রতিবাদে শামিল কলকাতাও
বিস্তারিত খবর:
1. চব্বিশের লোকসভায় বিপুল জয়ের পর একুশের মঞ্চ থেকেই দলকে চাঙ্গা করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, মঞ্চে তাঁর পাশেই ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে নিয়েই দলের উদ্দেশে একাধিক বার্তা দেন তৃণমূল নেত্রী। কর্মীরাই যে দলের সম্পদ, তা এদিন জোর দিয়েই বলেন মমতা। আর সেই সূত্রেই তাঁর সাফ কথা, দল কোনওভাবেই দুর্নীতির সঙ্গে আপোস করবে না। তিনি বলেন, “মানুষকে যারা পরিষেবা দেবে না তাঁদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।” সেইসঙ্গে দলের কর্মীদের লোভ না করার স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেন জননেত্রী। পাশাপাশি সাংসদদের সতর্ক করে দিয়ে বলেন, “কারও বিরুদ্ধে যেন কোনও অভিযোগ না পাই। অভিযোগ পেলে দল কড়া ব্যবস্থা নেবে। লোভ করবেন না। যা আছে তা নিয়ে থাকুন। অন্যায় করলে তৃণমূলকেও ছাড়ি না।” তাঁর সাফ কথা, “যত জিতব তত নরম হতে হবে। দায়িত্ব বাড়বে। আমি এখানে বিত্তবান চাই না। এমন মানুষ চাই যার আবেগ আছে, মানবিকতা আছে। বিবেকবান মানুষ চাই।” একুশের মঞ্চ থেকে চাকরি প্রসঙ্গেও সরব হন তৃণমূল সুপ্রিমো। আশ্বাস দিয়ে বলেন, কারও চাকরি যাবে না। প্রত্যাশিত ভাবে বিরোধীদের একহাত নিলেও এদিন তাঁর মূল বার্তা ছিল দলের কর্মীদের উদ্দেশেই।
2. একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেই আগামীতে পাশে থাকার বার্তা সমাজবাদী নেতা অখিলেশ যাদবের। লোকসভা নির্বাচনের পর তাঁদের দুজনের পাশপাশি আসা নিসন্দেহে বড় রাজনৈতিক বার্তা। বিরোধী শিবিরের দুই বড় শরিক দল যে আগামীতে হাত ধরাধরি করেই চলবে, এদিনের মঞ্চ থেকে তা স্পষ্টই বুঝিয়ে দিলেন মমতা -অখিলেশ। মমতার লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ বলেন, “যাঁরা দিদির সঙ্গে শুরুর দিকে লড়েছেন, আজও তাঁর সঙ্গে লড়ছেন, তাঁদের ধন্যবাদ। আজকের লড়াই কঠিন। সাম্প্রদায়িক শক্তি ষড়যন্ত্র করছে। কিন্তু আপনারা দিদির পাশে থাকলে এই লড়াইয়ে জয় হবেই।” দেশ ও সংবিধান বাঁচাতে সকলকে একসঙ্গে লড়তে হবে, এমনটাই জানিয়েছেন অখিলেশ। পালটা সমাজবাদী পার্টির সুপ্রিমোকে ধন্যবাদ জানান মমতাও। উত্তরপ্রদেশে বিজেপি রুখে দেওয়ার প্রশংসা করেছেন তৃণমূল নেত্রী। এদিকে, ছাব্বিশের বিধানসভা ভোটে জয়ের লক্ষ্য এখন থেকেই কর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার মতো তিনিও কর্মীদের উদ্দেশেই মূলত বার্তা দিয়েছেন। এদিনের সভা থেকে দলে নবীন- প্রবীণ সমন্বয়ের কথাও বলেছেন অভিষেক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।