একুশের মঞ্চ থেকে শান ‘ইন্ডিয়া’ জোটে। ‘চেয়ার নয়, শান্তি চাই’, দেশ থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার। উদ্বেগ প্রকাশ মণিপুর পরিস্থিতি নিয়েও। একুশের সমাবেশে বাজিমাত নয়া কর্মসংস্থানের ঘোষণায়। ১০০ দিনের কাজের আদলে রাজ্যে এবার ‘খেলা হবে’ প্রকল্প। কেন্দ্রের বকেয়া আদায়ে জোর অভিষেকের। গান্ধীজয়ন্তীতে ডাক দিল্লি অভিযানের। আগুনে ভস্মীভূত মঙ্গলাহাটে গেলেন মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মমতার। মণিপুর কাণ্ডে মূল অভিযুক্তের বাড়ি পোড়াল জনতা। আঙুল উঠল জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধেও। যৌন হেনস্তার কথা আগেই জানত কমিশন, প্রকাশ্যে তথ্য।
হেডলাইন:
আরও শুনুন: 20 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- একুশের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা, ইচ্ছা প্রকাশ মণিপুরে যাওয়ার
বিস্তারিত খবর:
1. বিরোধী বৈঠকের পর একুশের মঞ্চ থেকেও ‘ইন্ডিয়া’ জোটে শান দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের সভা থেকে চড়া সুরে বিজেপিকে নিশানা করলেন তিনি। দেশ থেকে বিজেপিকে উৎখাতের বার্তা দেওয়ার পাশাপাশি সাফ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রিত্বের মোহ তাঁর নেই। তৃণমূল নেত্রী বললেন, “চেয়ারের কেয়ার করি না। কোনও চেয়ার আমাদের চাই না। আমরা পরিষ্কার বলছি, আমরা চাই বিজেপি দেশ থেকে রাজনৈতিকভাবে বিদায় নিক। বিজেপি সব সীমা লঙ্ঘন করেছে।” এই ইস্যুতে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সুর চড়ালেন মমতা। জোটের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে মণিপুর যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। বিজেপিকে পরাস্ত করার জন্য ইন্ডিয়ার ব্যানারেই সব লড়াই হবে, ঘোষণা মমতার। আর ইন্ডিয়ার পাশে বিশ্বস্ত সৈনিকের মতো লড়াই করবে তৃণমূল কংগ্রেস, এদিনের মঞ্চ থেকে জোটসঙ্গীদের সেই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাম আমলের পঞ্চায়েত ভোটে খুনখারাপির পরিসংখ্যান তুলে ধরলেও INDIA জোটের প্রধান শরিক কংগ্রেসকে নিয়ে কোনও কথাই বলেননি তিনি। তাৎপর্যপূর্ণভাবে আগামী লোকসভা নির্বাচনে বাংলায় ৪২-এ ৪২ আসন জেতার দাবিও করলেন না মমতা। যা দেখে রাজনৈতিক মহল বলছে, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে জোটের কথা ভেবেই এবার একুশে জোট-শরিক বাম-কংগ্রেসের বিরুদ্ধে সুর নরম করেছেন মমতা।
2. ২১ জুলাইয়ে ফের জনজোয়ার বৃষ্টিভেজা কলকাতায়। আর সেই জমায়েতের সামনেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্যে নয়া কর্মসংস্থানের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানেই গেরুয়া শিবিরের সমস্ত লড়াইকে কার্যত দুরমুশ করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার কাজের জগতেও সেই স্লোগানকেই টেনে আনলেন মমতা। কেন্দ্রের ১০০ দিনের কাজের আদলেই বাংলায় ‘খেলা হবে’ প্রকল্প চালু হবে বলে ঘোষণা করলেন তিনি।
সমালোচনা, অপমান, সবকিছুর জবাব দিতে হবে কাজ দিয়েই- এই নীতিতেই বিশ্বাসী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বাংলাকে ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি। মৌখিক দাবিদাওয়া, চিঠিচাপাটি, ধরনা কর্মসূচিতে কাজ না হওয়ায় এবার তিনি প্রতিবাদের রাস্তা হিসেবে বেছে নিলেন কাজকে। বুঝিয়ে দিলেন, কাজ দিয়েই বিজেপিকে জবাব দিতে চান তিনি। বিজেপিকে দেশ থেকে উৎখাতের ডাক দেওয়ার পাশাপাশি এদিন পঞ্চায়েতে বড় জয়ের জন্য জনতাকে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে যে ভোটহিংসার অভিযোগ তুলেছে, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই অভিযোগ নস্যাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসার কথা মেনে নিলেও তাঁর দাবি, ৭১ হাজারের মধ্যে ৩টি বুথে অশান্তি হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই তৃণমূল কর্মী। পঞ্চায়েত ভোটে হিংসাকে ‘সামাজিক সমস্যা’ বলে দাবি করার পাশাপাশি এদিন শান্তিপূর্ণভাবে বোর্ড গঠনের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।