রাজনৈতিক ফায়দা তুলতেই সুভাষের জন্মদিন পালনে উদ্যোগী আরএসএস। সাফ দাবি নেতাজি-কন্যা অনিতার। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। ইডি-র হাতে গ্রেপ্তার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। আইএসএফ-এর অবরোধে রণক্ষেত্র ধর্মতলা। আক্রান্ত পুলিশ, আটক নওশাদ সিদ্দিকি। ত্রিপুরায় ভোটপ্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দে ভারত এক্সপ্রেসে ‘পাথর হামলা’ অব্যাহত। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ, জোর তদন্ত আরপিএফ-এর। ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আরএসএসের সঙ্গে নেতাজির আদর্শগত কোনও মিলই নেই। বরং রাজনৈতিকভাবে কংগ্রেসের আদর্শের অনেকটা কাছে ছিলেন তিনি। স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতেই নেতাজির জন্মদিনকে ব্যবহার করছে সংঘ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের আগেই চাঞ্চল্যকর দাবি নেতাজি-কন্যা অনিতা পাফের।
চলতি বছরেও বিশেষ সমারোহ করে নেতাজির জন্মদিন পালন করছে কেন্দ্র। একই পথে হাঁটছে আর.এস.এস-ও। কলকাতায় শহিদ মিনার ময়দানে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচিতে প্রকাশ্য সমাবেশ করবেন খোদ সংঘপ্রধান মোহন ভাগবত। গান্ধীজীর সঙ্গে দূরত্ব বজায় রাখলেও নেতাজিকে ঘটা করে সম্মান জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সংঘ। কিন্তু এইভাবে সংঘ কেবল নেতাজির রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকারে ভাগ বসাতে চাইছে, এমনটাই মনে করেন অনিতা। সংঘকে কার্যত তোপ দেগে তিনি বলেছেন, নেতাজি যে ধর্মনিরপেক্ষতা এবং সংহতির কথা বলতেন, সেটা আরএসএস বা বিজেপি মেনে চলে না। তিনি মনে করিয়ে দিয়েছেন, সংঘের সম্বন্ধে ভাল কথা নয়, বরং তাদের সমালোচনাই করেছেন নেতাজি। তিনি জীবিত থাকলে আরএসএস বিজেপির নীতির সঙ্গে তিনি একমত হতে পারতেন না। সেক্ষেত্রে বিজেপির তরফে এই সম্মানের প্রদর্শনও থাকত না বলেই মত অনিতা পাফের।
2. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। নিউটাউনের চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে টানা ২৪ ঘণ্টা তল্লাশির পর ইডি’র হাতে গ্রেপ্তার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। আর তারপরেই ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন তিনি। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ঘুষ না দেওয়ার জেরেই এই গ্রেপ্তারি, দাবি নেতার। যদিও নেতার বিস্ফোরক অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তাপস মণ্ডল।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল কুন্তলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। কুন্তলকে দু’দফায় জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই। এরপর শুক্রবার কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিয়ে তল্লাশি শুরু করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। রাতভর দফায় দফায় জেরা করা হয় নেতাকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ধৃত যুবনেতাকে ব্যাঙ্কশাল আদালতে তোলেন ইডি আধিকারিকরা। অভিযুক্তকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।