দিল্লির ইন্ডিয়া গেটে বসছে নেতাজির গ্রানাইট মূর্তি। পাঁচ দশক পর অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা মিশল জাতীয় যুদ্ধ স্মারকের শিখার সঙ্গে। দেশে বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসাবে প্রথম পছন্দ মমতাই। জানাল সমীক্ষা। দেশে একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ। রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরিতে উদ্যোগী নবান্ন।
হেডলাইন:
আরও শুনুন: 20 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ‘ক্যাডার রুলস’ কঠোরের প্রস্তাব, প্রতিবাদে মোদিকে চিঠি মমতার
আরও শুনুন:আরও শুনুন: 19 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, দেশ ও রাজ্যে ফের বাড়ল সংক্রমণ
বিস্তারিত খবর:
1. ৭৫তম স্বাধীনতা বর্ষ উপলক্ষ্যে বছরভর পালিত হবে ‘আজাদি কি অমৃত মহোৎসব’। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে একাধিক উদ্যোগ নিচ্ছে কেন্দ্র, রাজ্য। সব মিলিয়ে জোড়া উদযাপন শুরু হচ্ছে ২৩ জানুয়ারি। তার ঠিক ২ দিন আগেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ইন্ডিয়া গেটে বসছে নেতাজির সুদীর্ঘ গ্রানাইটের মূর্তি। যতদিন তা তৈরি না হয়, ততদিন পর্যন্ত থাকবে একটি ‘হলোগ্রাম স্ট্যাচু’।
শুক্রবার টুইট করে নিজেই এই বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ১২৫তম বর্ষে নেতাজির এই মূর্তি স্থাপন তাঁর প্রতি দেশবাসীর অফুরান ঋণ স্বীকারের প্রতীক হয়ে থাকবে, এমনই আশা তাঁর। ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনেই মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সব মহল। তবে সাধারণতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো নিয়ে বিতর্ক ফের উসকে দিয়েছে মোদির এই ঘোষণা। কেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাংলার ট্যাবলো বাদ পড়ল, সেই প্রশ্ন উঠে যাচ্ছে আরও একবার।
2. রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটের সামনে গত পাঁচ দশক ধরে জ্বলছিল অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। অবশেষে শুক্রবার সেই শিখাকে মিশিয়ে দেওয়া হল নিকটস্থ ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ বা ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এর প্রজ্বলিত অগ্নিশিখার সঙ্গে।
১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে অমর জওয়ান জ্যোতি স্মারক তৈরি হয়। ১৯৭২ সালে সাধারণতন্ত্র দিবসে এই সৌধের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রতিবার সাধারণতন্ত্র দিবসের সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানাতে দেখা যেত দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনার প্রধানকে। এদিকে ২০১৯ সালে ইন্ডিয়া গেটের কাছেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গ্রানাইট পাথরের গায়ে সোনালি অক্ষরে খোদাই করা রয়েছে স্বাধীনতার পরবর্তী যুদ্ধগুলিতে শহিদ ২৫ হাজার ৯৪২ জন সেনার নাম। বর্তমানে সাধারণতন্ত্র দিবসের সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
৫০ বছর পর ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এ মিশে গেল অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। সূত্রের খবর, দু’টি সৌধ রক্ষণাবেক্ষণে ক্রমে জটিলতা দেখা দিচ্ছিল। তাই খরচ ও লোকবল সংরক্ষণের জন্যই এহেন পদক্ষেপ করা হয়েছে। যদিও সমালোচনায় মুখর বিরোধীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।