গরু পাচার মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ দেবকে। প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর বেরোলেন ইডি দপ্তর থেকে। ‘ডাকলে ফের আসব’, জানালেন তারকা। খলিস্তানি মন্তব্য নিয়ে বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী। আধার বাতিল ইস্যুতেও কটাক্ষ মমতার। ‘খলিস্তানি মন্তব্য শুভেন্দুরই’, দাবি শিখ আইপিএসের। দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ বিজেপির রাজ্য দপ্তরে। অন্যায় মানল কেন্দ্রীয় বিজেপিও। প্রয়াত কিংবদন্তি রেডিও সঞ্চালক আমিন সায়ানি। শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। একই দিনে প্রয়াণ কিংবদন্তি আইনজীবী নরিম্যানের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. গরু পাচার মামলায় দেবকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ইডি দপ্তর থেকে বেরলেন তারকা সাংসদ। ইডি দপ্তর থেকে বেরিয়ে দেব বলেন, “কোন মামলার তদন্তে ডেকেছে, কী কী প্রশ্ন করেছে, সেগুলো বলা ঠিক নয়। তাই কিছু বলব না। আগেও বলেছি আমি আইন মেনে চলতে পছন্দ করি। যদি আবার কখনও ডাকে, আমি খুব চাপের মধ্যে না থাকি, অবশ্যই আসব।”
দেবের বিরুদ্ধে অভিযোগ, গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের টাকা সিনেমা তৈরির কাজে ব্যবহার করেছেন তারকা সাংসদ। সেই অভিযোগ খতিয়ে দেখতেই বার বার দেবকে জেরা বলেই জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে। ইডির তলব মেনেই এদিন দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিলেন তৃণমূলের তারকা সাংসদ। গরু পাচার মামলায় কোনওভাবেই যুক্ত নন বলে দাবি করেই দেব জানিয়েছেন, তদন্তে সবরকমভাবে সহযোগিতা করবেন তিনি।
2. শিখ আইপিএস আধিকারিককে শুভেন্দু অধিকারীর ‘খলিস্তানি’ কটাক্ষের বিরোধিতায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা দিবসে দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের বিজেপিকে একহাত নিলেন তিনি। বিজেপি বিভেদের রাজনীতি করে বলেই ফের অভিযোগ শানালেন মমতা। তোপ দাগলেন আধার বাতিল ইস্যুতেও।
সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় পুলিশ সুপার জশপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা। খোদ শুভেন্দু অধিকারীই এই মন্তব্য করেন বলে অভিযোগে সরব তৃণমূল শিবির। এদিন বিরোধী দলনেতাকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “পাঞ্জাবি পাগড়ি করে বলে খলিস্তানি বলে দেবে। মুসলমান অফিসার হলে পাকিস্তানি বলে দেবে। এরা বাংলার কলঙ্ক।” আসলে ‘বিভেদের রাজনীতি’তে বিশ্বাসী বিজেপি বাংলার সংস্কৃতিকে ছিন্নবিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলেই অভিযোগ নেত্রীর। এমনকি আধার বাতিল করে আসলে এনআরসি, ডিটেশন ক্যাম্প করার পরিকল্পনা হচ্ছে বলেও আক্রমণ শানালেন নেত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।