‘কোনও বঙ্গভঙ্গ হবে না’, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। গোর্খাল্যান্ডের দাবিতে বন্ধকেও সমর্থন নয়, হুঁশিয়ারি মমতার। নিয়োগ কাণ্ডে বিরোধীদের বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন ‘আপন বাংলা’ পোর্টালের। চাকরি ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ১৯১১ জন গ্রুপ ডি কর্মী। শুরু কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা। উদ্বোধনেই সংঘাতে জড়াল তৃণমূল-বিজেপি। মুম্বইয়ের অনুষ্ঠানে আক্রান্ত সঙ্গীতশিল্পী সোনু নিগম। পুলিশের দ্বারস্থ গায়ক, ক্ষমাপ্রার্থনা অভিযুক্তের বাবার।
হেডলাইন:
আরও শুনুন: 19 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- নিয়োগ দুর্নীতিতে তাপস ও নীলাদ্রীকে গ্রেপ্তার করল সিবিআই
বিস্তারিত খবর:
1. বঙ্গভঙ্গ নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার উত্তরবঙ্গের সভা থেকে তাঁর হুঙ্কার, “কোনও বঙ্গভঙ্গ হবে না। যারা ভঙ্গের চেষ্টা করবে তাঁদের মোহভঙ্গ হবে। অশান্তি আমি হতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ।” এদিকে, বিধানসভায় বঙ্গভঙ্গ প্রস্তাব পাশের বিরোধিতায় মঙ্গলবার থেকে দার্জিলিংয়ে আমরণ অনশন শুরু করেছেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ড-সহ জিটিএর ৮ সভাসদ। বাংলা ভাগ ইস্যুতে ফের একবার পাহাড়ে আন্দোলন শুরু করতে চাইছেন গোর্খাল্যান্ডপন্থীরা। তাঁদের উদ্দেশে মমতার স্পষ্ট বার্তা, “উন্নয়নের জন্য জাগে না। বন্ধের জন্য জাগে। কোনও বঙ্গভঙ্গ হবে না।”
এদিকে ৬ বছর পর, আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছেন গোর্খাল্যান্ডপন্থীরা। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই এই বন্ধের ঘোষণায় বিপাকে কালিম্পং, দার্জিলিংয়ের ৮ হাজার পরীক্ষার্থী। পড়ুয়াদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, “২৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করেন, আইন মেনে করবেন। কেউ আইন নিজের হাতে নিলে, সে যেই করুক না কেন, প্রশাসন ব্যবস্থা নেবে।” যদিও মাধ্যমিক পরীক্ষার জন্য জরুরি পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলবাসকে ছাড় দেবে বলে জানিয়েছে বন্ধকারীরা। তবু চিন্তার মেঘ কাটেনি পরীক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার বন্ধের সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
2. নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার বিরোধীদের প্রতি একযোগে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিশানা করলেন বিচারব্যবস্থার একাংশকেও। রাজ্যে নিয়োগ বন্ধ করতে আদালতকে প্রভাবিত করা হচ্ছে, শিলিগুড়ির সভা থেকে বিস্ফোরক অভিযোগ মমতার।
মঙ্গলবার উত্তরবঙ্গের সভা থেকে মমতার অভিযোগ, রাজ্যে নিয়োগ বন্ধ করতে মরিয়া বিরোধীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিকে টার্গেট করে মুখ্যমন্ত্রী বলছেন, “উত্তরাখণ্ডে কত কেলেঙ্কারি হয়েছে? মধ্যপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে? ব্যাপম ভুলে গেছেন? যত রাগ বাংলার উপর। মানুষের টাকা কেড়ে নিয়েও লজ্জা নেই। আজ বলছে, চাকরি দেওয়া যাবে না।” এরপরই বিচারবিভাগের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সব কোর্ট খারাপ নয়, এ কথা মেনে নিয়েই তাঁর দাবি, “আদালতকে রাজনৈতিক খসড়া করে বলে দেওয়া হচ্ছে, চাকরিটা বন্ধ করে দাও। আমি যদি ছেলেমেয়েদের চাকরি দিই, তোমাদের কীসের বিদ্বেষ?” একইসঙ্গে মমতার চ্যালেঞ্জ, “তোমাদের নির্দেশ আমি মানছি না। মানব না। আইন মেনে আইনের পথেই যেখানে যেখানে চাকরির প্রয়োজন আছে, আমরা দেব। এবং দিচ্ছি।” রাজ্যে সুষ্ঠু নিয়োগ আটকাতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা, এই মর্মে আগেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের নেতাকর্মীরা। এদিন আরও একবার সেই অভিযোগেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।