ভয়াবহ আগুন আলিপুরের ঝুপড়িতে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। অগ্নিকাণ্ড মৌসুনি দ্বীপেও। কোনক্রমে রক্ষা পর্যটকদের। ফের হিন্দু উপাসনাস্থলে হামলা বাংলাদেশে। ৪৮ ঘণ্টায় তিন মন্দিরে ব্যাপক ভাঙচুর। রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতা। প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির গঙ্গাসাগর আখ্যা ইডি-র। দু’দিনের কুয়েত সফরে প্রধানমন্ত্রী। সাক্ষাৎ আরবি ভাষায় রামায়ণ-মহাভারত অনুবাদকের সঙ্গে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১/ দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকার ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সন্ধ্যায় দাউদাউ জ্বলে ওঠে ঝুপড়ি। গতকাল তপসিয়ার বস্তি ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে। খোলা আকাশের নীচে বাস করছেন ঘর হারানো বাসিন্দারা। ওই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কলকাতায় ভয়াবহ আগুন। এবার আগুন লাগল দুর্গাপুর ব্রিজের নীচে থাকা ঝুপড়িতে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমও। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড মৌসুনি দ্বীপেও। শনিবার সন্ধেয় পুড়ে ছাই হয়ে গেল হোম স্টে-র ১১টি কটেজ। কোনক্রমে প্রাণে বাঁচলেন পর্যটকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মহামায়া কটেজে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার সল্টঘেরি বালিয়াড়ায় হোম স্টে-টি মাটি ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয়েছিল। হোম স্টে-টিতে মোট ২০টি ঘর রয়েছে। এর মধ্যে ১১টি ঘর ভস্মীভূত হয়েছে। প্রত্যন্ত দ্বীপ এলাকা হওয়ায় সেখানে দমকলের পৌঁছনোর কোনও উপায় ছিল না। স্থানীয় বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। অভিযোগ উঠেছে, এই জনপ্রিয় পর্যটনস্থলের অধিকাংশ কটেজেরই দমকলের ছাড়পত্র নেই। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে হোম স্টে-র ব্যবসা চালাচ্ছেন মালিকরা। ফলে যে কোনও সময় এখানকার কটেজে বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা ছিল অনেকেরই। এদিনের অগ্নকাণ্ডে সত্যি হল সেই আশঙ্কাই। এদিকে,
২/ বাংলাদেশে হিন্দু উপাসনাস্থলে ফের ঘটল হামলার ঘটনা। গত ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, দিনাজপুরের জেলার অন্তত ৩টি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। ৮টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কালীমূর্তিও। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় শাকুয়াই এলাকার বন্দেরপাড়া মন্দিরের ২টি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তিতে হামলা চালানো হয়। এই মন্দিরের প্রধান সুভাষচন্দ্র সরকার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এনিয়ে গতকাল হালুয়াঘাট থানার ওসি জানান, মন্দিরে ভাঙচুরের ঘটনায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, হামলা হয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরেও। সেখানে ৫টি মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এদিকে নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েতকে খুনের ঘটনায় আতঙ্কিত পদ্মাপাড়ের সংখ্যালঘু হিন্দুরা। যদিও বাংলাদেশে পুলিশের দাবি, ওই মন্দিরে নিছক ডাকাতির ঘটনাই ঘটেছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে কলকাতা ইসকন। বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি যে কতটা খারাপ তা এই হামলার ঘটনাতেই প্রমাণিত হচ্ছে- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।