করোনা নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের। ভারত-জোড়ো-যাত্রা নিয়ে চিঠি রাহুল গান্ধীকেও। সতর্ক বাংলা, বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তুঙ্গে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। নাশকতার আশঙ্কায় গোড়া থেকেই সতর্ক রাজ্য। দিল্লি হাই কোর্টের নির্দেশে আপাতত পিছোল অনুব্রত মণ্ডলের রাজধানী-যাত্রা। আগামী ১৯ দিন তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। জামিন মিলল না নিয়োগ দুর্নীতিতে ধৃত সুবীরেশের। পালটা ভর্ৎসনা আদালতের। সাদা ওএমআর সিট নিয়ে ফের ইডি-কে তদন্তের নির্দেশ আদালতের।
হেডলাইন:
আরও শুনুন: 20 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- অন্য মামলায় পুলিশি হেফাজত, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে বাধা ইডি-র
আরও শুনুন: 19 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- অনুব্রতকে দিল্লিতে জেরার অনুমতি, ইডি-র দাবিতেই স্বীকৃতি আদালতের
বিস্তারিত খবর:
1. ফের চোখ রাঙাচ্ছে করোনা। মারণ ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের হামলায় ইতিমধ্যেই আক্রান্ত চিনের বহু মানুষ। আশঙ্কা আরও বাড়িয়ে ভারতেও হদিশ মিলেছে ৪ আক্রান্তের। ওমিক্রন বিএফ.৭-এর বাড়বাড়ন্ত নিয়ে তাই সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নেতৃত্বে বৈঠকের পর, রাজ্যগুলিকে উৎসবের মরশুমে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকারই বার্তা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, “কোভিড এখনও যায়নি। সমস্ত ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। দেশবাসীকে অনুরোধ করছি, কোভিডের ভ্যাকসিন নিন।” করোনা সংক্রমণের বাড়াবাড়ির আশঙ্কায় রাহুল গান্ধীকেও চিঠি দিয়েছে কেন্দ্র। হয় করোনাবিধি মানতে হবে, নয়তো ‘ভারত জোড়ো যাত্রা’ বাতিল করতে হবে, এমনটাই দাবি কেন্দ্রের। যদিও কংগ্রেসের দাবি, সোজা পথে যাত্রা রুখতে না পেরে করোনার দোহাই দিচ্ছে সরকার। এদিকে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ যাতে না ছড়ায়, সেই জন্য কড়া নজরদারির পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দেওয়ার কথা বলেন তিনি। একইসঙ্গে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে গোটা দেশের মতো এ রাজ্যেও এখনই ভয়ের কিছু নেই, এমনটাই মত বিশেষজ্ঞদের।
2. গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ইস্যুতে সজাগ নবান্ন। মেলায় নাশকতার আশঙ্কায় গোড়া থেকেই সতর্ক হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নের সভাঘরে গঙ্গাসাগর মেলা প্রস্তুতি বৈঠকে এ বিষয়ে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা, এর মধ্যে ১৪ এবং ১৫ জানুয়ারি পুণ্যস্নান। গতবারের মতো এবারও গঙ্গাসাগর মেলাকে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে চালানো হবে ২২৫০টি সরকারি ও ৫০০টি বেসরকারি বাস। পাশাপাশি হাওড়া ও শিয়ালদহ শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় হাসপাতালগুলিকে বেড বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। থাকবে ১০০টি অ্যাম্বুল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্সও। মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে তৈরি করা হবে ১০টি অস্থায়ী দমকল কেন্দ্র। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে মেলাকে প্লাস্টিকমুক্ত করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও পুণ্যার্থী স্টোভ কিংবা বন্দুক হাতে মেলা প্রাঙ্গণে যাতে প্রবেশ করতে না পারেন, সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া গঙ্গাসাগরে যাতায়াতের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালাবেন বিশিষ্ট মন্ত্রীরা। মেলা প্রাঙ্গণ জুড়ে ১১৫০টি সিসিটিভির পাশাপাশি নজরদারি চলবে ড্রোনেও। সামগ্রিক নিরাপত্তার দিকে নজর রাখবে মেগা কন্ট্রোলরুম। মেগা ইভেন্টের প্রস্তুতিতে যাতে কোনওরকম গলদ না থাকে, এদিনের বৈঠকেই তাই-ই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।