উদ্ধার হওয়া সব সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাণের ভয়ে এতদিন মুখ খোলেননি, দাবি অর্পিতার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে তুঙ্গে বিতর্ক। ‘বিচারপতিরা বিচারের ঊর্ধ্বে নন’, পালটা তোপ সৌগত রায়ের। বাম দলের ‘ইনসাফ সভা’য় আছড়ে পড়ল জনজোয়ার। বৃদ্ধতন্ত্রের মিথ ভেঙে ভিড় ছাত্র-যুবদের। তৃণমূল, বিজেপিকে বিঁধলেন সেলিম। এসএসসির নিয়োগ দুর্নীতিতে মুখ্য ভূমিকা সুবীরেশ ভট্টাচার্যের। উপাচার্যকে ৬ দিন সিবিআই হেফাজতের নির্দেশ। ইডির নজরে ২ হেভিওয়েট IPS আধিকারিক।
হেডলাইন:
আরও শুনুন: 19 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তায় ভূমিকা নেই মোদির, দাবি মমতার
বিস্তারিত খবর:
১। উদ্ধার হওয়া সব সম্পত্তির আসল মালিক পার্থ চট্টোপাধ্যায়। জেরায় ইডির কাছে এমনই দাবি করেছেন পার্থ ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। নিজের আর মায়ের প্রাণের ভয়েই আগে মুখ খোলেননি বলে জানিয়েছেন তিনি। পার্থ-অর্পিতার গ্রেপ্তারির ৫৮ দিন পরে আদালতে জমা করা প্রথম চার্জশিটে এমনটাই জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির দাবি, জেরায় বারবার অর্পিতা জানিয়েছেন, সমস্ত সম্পত্তি আদপে পার্থ চট্টোপাধ্যায়ের। এমনকি অর্পিতার নামে থাকা কোটি টাকার বিমার কিস্তিও মেটাতেন পার্থ। যার পরিমাণ বছরে প্রায় দেড় কোটি। বিমার নথিতে পার্থকে অর্পিতার মামা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ‘অপা’র কাছ থেকে উদ্ধার হওয়া সম্পত্তির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে চার্জশিটে। শুধু নগদ বা বেনামী সম্পত্তি নয়, বিভিন্ন ফ্ল্যাট থেকে সাত দেশের মুদ্রাও উদ্ধার হয়েছে। তবে সবমিলিয়ে বৈদেশিক মুদ্রায় মোট কত টাকা উদ্ধার হয়েছে, তা স্পষ্ট করেনি ইডি।
২। বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে একাধিক রাজনৈতিক ইস্যুতে মুখ খুলেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই সাক্ষাৎকার নিয়েই এবার তুঙ্গে বিতর্ক। বিচারপতির ওই দীর্ঘ সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার পর জোর চর্চা শুরু হয়েছে, কর্মরত অবস্থায় একজন বিচারপতি আদৌ এভাবে টিভি চ্যানেলে তাঁরই এজলাসে চলা বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করতে পারেন কি না। আর সেই ইস্যুতেই এবার বিস্ফোরক প্রতিক্রিয়া জানালেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। দমদমের সাংসদের সাফ বক্তব্য, ‘বিচারপতিরাও বিচারের ঊর্ধ্বে নন। আমাদের দেশে এর আগে বিচারপতিদেরও ইমপিচ করা হয়েছে।’ ওই সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টই বলেছেন, ’গত কয়েক বছরে রাজ্যে মুড়ি-মুড়কির মতো দুর্নীতি হয়েছে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘আমি ভেবেছিলাম ওনাকে ডেকে তিন মাসের জন্য জেলে ঢুকিয়ে দেব।’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন গর্জে ওঠেন সৌগত রায়। তবে শাসকদল সম্পর্কে বিচারপতির বয়ান নিয়ে কটাক্ষ করলেও সিবিআই সম্পর্কে তাঁর পর্যবেক্ষণকে ঘুরিয়ে সমর্থন করেছেন তৃণমূল সাংসদ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।