উৎসবের আবহে বাঙালির চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপের জেরে নবমী থেকে রাজ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা। রাজ্যের সেরা পুজোকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল। ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা আনন্দ বোসের। পুজোর আগে জামিন মিলল না মানিক ভট্টাচার্যের। মামলা চলবে হাই কোর্টেই, সাফ নির্দেশ শীর্ষ আদালতের। আদানিকে প্রশ্ন ইস্যুতে অস্বস্তিতে মহুয়া। দিল্লি হাই কোর্টে পিছিয়ে গেল মানহানি মামলার শুনানি। উৎসবের মরশুমে দেশবাসীর জন্য উপহার রেলমন্ত্রকের। চালু হল দেশের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রেন। ‘নমো ভারত’-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর।
হেডলাইন:
আরও শুনুন: 19 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- জনজোয়ারের ঠেলায় বিপাকে শ্রীভূমি, পঞ্চমীতেই বন্ধ লাইট শো
আরও শুনুন: 18 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- পুজোর মুখেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ ৩২ লক্ষ, গ্রেপ্তার ২
বিস্তারিত খবর:
1. উৎসবমুখর বাঙালির চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে নিম্নচাপ। তার প্রভাবে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সঙ্গে উপকূলের জেলাগুলিতে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়াও।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার অর্থাৎ অষ্টমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব থাকবে। নিম্নচাপের প্রভাবে সোমবার অর্থাৎ নবমী থেকে একটু একটু করে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। উপকূলের জেলাগুলির আকাশ মেঘলা হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে ষষ্ঠীর পর থেকে পুজোর কটা দিন আকাশ পরিষ্কার থাকবে বলেই আশা হাওয়া অফিসের।
2. পুজোর পুরস্কারে ফের নবান্নকে টেক্কা রাজভবনের। বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দশমীতে ওই সেরা পুজো কমিটিকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সেরা পুজো কোনটি, তা বেছে নিতে পারবেন সাধারণ মানুষই। রাজভবনের তরফে দেওয়া মেল আইডির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহী পুজো কমিটির সদস্যরা। তবে রাজভবনের দাবি, এই পুরস্কারের জন্য কোনও সরকারি অর্থ ব্যয় করা হবে না।
রাজ্য সরকারের পাশাপাশি রাজভবনের তরফেও দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় আগেই। এবার নয়া ঘোষণা রাজভবনের তরফে। বাংলার দুর্গাপুজো নিয়ে পুরস্কারের ঘোষণার পাশাপাশি একাধিক মণ্ডপেও যেতে পারেন রাজ্যপাল। ষষ্ঠীর দিনেই কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মণ্ডপে গিয়েছেন সি ভি আনন্দ বোস।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।