মিলল না বিসিসিআইয়ের সম্মতি। আইসিসির চেয়ারম্যান পদে লড়া হচ্ছে না সৌরভের। বঞ্চনা নিয়ে শাহ-পুত্রের নাম না করে ফের তোপ মমতার। ‘১৪৪ ধারা অমান্য করা চলবে না’। ২০১৪ সালের টেট আন্দোলনকারীদের নির্দেশ হাই কোর্টের। পালটা বিক্ষোভে ২০১৭’র টেট-প্রার্থীরাও। দীপাবলিতে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে ঘূ্র্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের। ছুটি বাতিল করল নবান্ন।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিসিসিআইয়ের সম্মতি না মেলায় আইসিসি চেয়ারম্যান পদে লড়া হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বৃহস্পতিবার আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হলেও তিনি মনোনয়ন জমা দেননি। এই ঘটনাকে ‘বঞ্চনা’ বলে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে ফের তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে জয় শাহর উদ্দেশে আক্রমণ শানিয়ে মমতা বললেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসা। কোনও একজন ব্যক্তির স্বার্থরক্ষার জন্য সৌরভকে বঞ্চিত করা হল।”
জল্পনা ছিল, যদি বিসিসিআই আইসিসির নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সৌরভই প্রার্থী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কেন্দ্র সরকারকে অনুরোধ করেছিলেন, যাতে সৌরভকে আইসিসিতে পাঠানো হয়। কিন্তু সূত্রের খবর, বিসিসিআইয়ের নতুন কমিটি আইসিসি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান চেয়ারম্যান ক্রেগ বার্কলেকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। যার ফলে সৌরভের বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষপদের জন্য লড়াই করা হচ্ছে না। সূত্রের খবর, অন্য একটি দেশের বোর্ডের তরফে আইসিসি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তাব এলেও সেই প্রস্তাব গ্রহণ করেননি সৌরভ।
2. প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ১৪৪ ধারা সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশকে। আর ১৪৪ ধারা মানতে হবে ২০১৪ সালের টেট উত্তীর্ণ আন্দোলনকারীদেরও। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এদিকে ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের পালটা দিয়ে বিক্ষোভে নেমেছেন ২০১৭ সালের টেট উত্তীর্ণরা।
২০১৪ সালের টেট প্রার্থীদের ধরনায় বিরোধিতায় বৃহস্পতিবার ফের আদালতে গিয়েছে পর্ষদ। ৯ অক্টোবর থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হলেও আন্দোলন এখনও অব্যাহত। এদিন হাই কোর্টে পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল বলেন, “আমরা আন্দোলনের বিরোধী নয়। আমরা চাই, আমাদের কর্মী-অফিসারদের অফিসে ঢোকা বেরনো, গাড়ি যাওয়া-আসার ব্যবস্থা করুক পুলিশ।” দ্রুত মামলা শোনার আবেদন জানিয়েছেন জুনিয়র হাইস্কুলে শিক্ষকের চাকরির ইন্টারভিউ সেখানে দিতে যাওয়া চাকরি প্রার্থীদের আইনজীবীরাও। এরপরই হাই কোর্টের নির্দেশ, প্রাথমিক পর্ষদের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ১৪৪ ধারা মানতে হবে। প্রয়োজনীয় পুলিশ দিয়ে কর্মীদের পর্ষদের অপিসে ঢোকা বেরনোর ব্যবস্থা করতে হবে। বিধাননগরের সিপিকে এই নির্দেশ দিয়ে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “পুলিশ কি পাওয়ারলেস?” ৪ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তারপর রেগুলার বেঞ্চে হবে এই মামলার শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।