৯ দিন পরেও মিলল না রেহাই। উত্তরকাশীর সুড়ঙ্গে এখনও আটকে ৪১ শ্রমিক। উদ্ধারকাজে রাজ্যের পাশে কেন্দ্রও, মুখ্যমন্ত্রী ধামিকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে জারি কেন্দ্র-রাজ্য সংঘাত। দ্রুত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে নবান্নে চিঠি কেন্দ্রের। জয়নগরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩। দলুয়াখাঁকি গ্রামে ত্রাণ বিলির অনুমতি মিলল বামেদের। তবে রাজনৈতিক উসকানি নিয়ে সতর্ক করল আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা। এসএসসি’র সব মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওএমআর শিট সংক্রান্ত মামলাও শুনবে নয়া বেঞ্চ।
হেডলাইন:
আরও শুনুন: 19 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- বিশ বছর আগের পুনরাবৃত্তি, ফাইনালে অজি দাপটে বিধ্বস্ত টিম ইন্ডিয়া
বিস্তারিত খবর:
1. বন্দিদশার ৯ দিন কাটলেও এখনও উদ্ধারের আশা দেখছেন না উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, রাজ্য সরকারের পাশাপাশি আসরে নেমেছে কেন্দ্রও। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে উত্তরকাশীর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরকাশীর সুড়ঙ্গের বর্তমান পরিস্থিতি কী, উদ্ধারকাজ কীভাবে চালানো হচ্ছে, কত দ্রুত উদ্ধার করে আনা সম্ভব আটকে থাকা শ্রমিকদের, এই সব কিছু নিয়েই খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সমন্বয়ে দ্রুত উদ্ধার করা হবে ওই শ্রমিকদের। এতদিন সুড়ঙ্গে মজুত শুকনো খাবারে দিন গুজরান করছিলেন আটক শ্রমিকেরা। কিন্তু রসদ ফুরিয়েছে। এবার ষাট মিটার দীর্ঘ ধ্বংসস্তূপের ভিতর দিয়ে পাইপ ঢুকিয়ে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সঙ্গে পাঠানো হচ্ছে ওষুধ, জল, অক্সিজেন এবং অবসাদ কাটানোর জন্য প্রয়োজনীয় ওষুধও। আটক শ্রমিকদের মনোবল অটুট রাখাও যে জরুরি, সে কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
2. প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বকেয়া নিয়ে জারি কেন্দ্র রাজ্য সংঘাত। তার মাঝেই রাজ্যকে পত্রাঘাত কেন্দ্রের। নবান্নে চিঠি পাঠিয়ে প্রকল্পের ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাইল কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক।
১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো যে জনকল্যাণমুখী প্রকল্পগুলি কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে চলে, সেখানে ঠিকমতো টাকা পাওয়া যাচ্ছে না, এই অভিযোগে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। কিন্তু আলাপ আলোচনা, প্রতিবাদ বিক্ষোভ, কোনও কিছুতেই এখনও জট কাটেনি। কেন্দ্রের পালটা অভিযোগ, অর্থ আর কাজের হিসেবে গরমিল রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে আবাস যোজনা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। বেশ কয়েকটি জেলায় এই প্রকল্পের কাজে অসংগতি পেয়েছেন বলে রিপোর্ট দেন আধিকারিকেরা। এবার নয়া চিঠিতে ফের তিন জেলা – কালিম্পং, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় আবাস যোজনার কাজে বেশ কিছু অসংগতির কথা উল্লেখ করা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের রিপোর্ট পাঠাতে হবে মন্ত্রকে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই কেন্দ্রকে পালটা চিঠি দিতে পারে রাজ্যের পঞ্চায়েত দপ্তর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।