‘কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা দিতে হবে সরকারি কর্মীদের’। ৩ মাসের মধ্যে মেটাতে হবে বকেয়া। DA মামলায় রাজ্যকে নির্দেশ হাই কোর্টের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় সিদ্ধান্ত। চাকরি খোয়ালেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। বেতন ফেরানোরও নির্দেশ দিল হাই কোর্ট। ধর্মস্থানের মিশ্র চরিত্র নতুন কিছু নয়। জ্ঞানবাপী মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বারাণসী জেলা আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ।
হেডলাইন:
আরও শুনুন: 19 মে 2022: বিশেষ বিশেষ খবর- এজেন্সি দিয়ে বাংলার বদনাম করতে চাইছে বিজেপি, তোপ মমতার
আরও শুনুন: 18 মে 2022: বিশেষ বিশেষ খবর- সিবিআই দপ্তরে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের, আবেদন রক্ষাকবচের
বিস্তারিত খবর:
1. ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে DA মামলায় স্যাটের রায়ই বহাল রাখল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, সেই রায় মোতাবেক ৩ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি হারে ডিএ মিটিয়ে দিতে হবে কর্মীদের, এমনটাই নির্দেশ আদালতের।
শুক্রবার হাই কোর্ট জানিয়ে দিয়েছে, “কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতা সরকারি কর্মচারিদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার।” রাজ্য সরকারের তরফে আইনজীবীদের যুক্তি খারিজ করে দিয়ে এদিন আদালত সাফ জানায়, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হলে সরকারকে ডিএ দিতেই হবে। হাই কোর্টের নির্দেশ, “রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী DA দিতে বাধ্য। রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী।”
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে DA-র ফারাক ইস্যুতে ২০১৬ সাল থেকে রাজ্য সরকারের সঙ্গে কর্মীদের মামলা চলছে। “এরপর কর্মীদের DA দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না রাজ্য সরকারের”, এদিনের রায়ের প্রেক্ষিতে এমনটাই দাবি করলেন মামলাকারীদের আইনজীবীরা।
2. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। শুধু তাই নয়, তাঁকে কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোরও নির্দেশ দিয়েছে আদালত।
কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে ৪৩ মাস চাকরি করেছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। মন্ত্রী পরেশ অধিকারীর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কিতাকেও ডেকে পাঠায় সিবিআই। কিন্তু হাজিরা এড়িয়ে যান তিনি। কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না কেন, শুক্রবার শুনানিতে সেই প্রশ্ন তুলেছে হাই কোর্ট। এ সংক্রান্ত সওয়াল জবাবের পর এদিনই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় উচ্চ আদালত। ওই স্কুলে আর ঢুকতে পারবেন না অঙ্কিতা এবং তাঁর পরিবারের কোনও সদস্য। এমনকি শিক্ষিকা হিসেবে নিজের পরিচয়ও আর দিতে পারবেন না অঙ্কিতা অধিকারী, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। এতদিন বেতন বাবদ পাওয়া সমস্ত অর্থও হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে ফিরিয়ে দিতে হবে তাঁকে। ৭ জুন ও ৭ জুলাই – দুই কিস্তিতে তাঁকে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।