কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তি অভিষেকের। ভোট মরশুমে নেতাকে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। ভোট ঘোষণার পরই রাজ্যে টাকা, মদের ছড়াছড়ি। বাজেয়াপ্ত ৮১ কোটির নগদ ও সুরা। দিনহাটার অশান্তি নিয়েও মৌখিক রিপোর্ট তলব কমিশনের। সন্দেশখালি কাণ্ডের পর প্রথমবার বসিরহাটে পা অভিষেকের। ইডি-সিবিআইকে তোপ নেতার, শাহজাহানকে গ্রেপ্তারের কৃতিত্ব দিলেন রাজ্য পুলিশকে। সুপ্রিম ডেডলাইন মেনেই শেষ এসএসসি মামলার শুনানি। রায়দান স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট।
হেডলাইন:
আরও শুনুন: 19 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- CAA মামলায় কেন্দ্রকে নোটিস, ডেডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত
বিস্তারিত খবর:
1. কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদায়ী সাংসদ। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ, লোকসভা ভোট চলা পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি।
দীর্ঘদিন ধরে কয়লা পাচার মামলায় ইডির নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি দিল্লিতে একাধিকবার হাজিরা দিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে আসন্ন লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত তৃণমূল নেতা। সেই কারণেই নির্বাচন চলাকালীন ইডি সমনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই মিলল স্বস্তি। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।
2. নির্বাচন ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা ও মদ। যার মোট অঙ্ক ৮১ কোটি ২০ লক্ষ টাকা, জানাল জাতীয় নির্বাচন কমিশন।
ভোটের বিনিময়ে টাকা কিংবা মদ বিলির প্রবণতা চলে আসছে দীর্ঘদিন ধরেই। এবার লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যজুড়ে কড়া নজর রেখেছে কমিশন। রাজ্যের ছটি কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ বলে ঘোষণা করা হয়েছে। স্পর্শকাতর তালিকায় রয়েছে দার্জিলিং, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর কেন্দ্রের নাম। ইতিমধ্যেই দিনহাটার অশান্তি নিয়েও মৌখিক রিপোর্ট তলব করেছে কমিশন। তার মধ্যেই রাজ্যের আবগারি দপ্তর অভিযান চালিয়ে ২১ কোটি টাকার মদ উদ্ধার করেছে। সঙ্গে পাওয়া গিয়েছে বিপুল টাকাও। স্বাভাবিকভাবেই ভোট শুরুর আগেই এত নগদ ও মদ উদ্ধার হওয়ায় চোখ কপালে উঠেছে নির্বাচনী আধিকারিকদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।