একুশের মঞ্চে পাশাপাশি মমতা-অখিলেশ। প্রস্তুতি দেখলেন তৃণমূল সুপ্রিমো। নিরাপত্তায় বাড়তি নজর, বন্ধ থাকবে শহরের বিভিন্ন রাস্তা। দাম কমানোর সরকারি চাপে জেরবার। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ী সংগঠনের। আন্দোলনের বাংলাদেশে কারফিউ। বাংলার একাধিক সীমান্তে বন্ধ বাণিজ্য। ভোটমুখী হরিয়ানায় তৎপর ইডি।
হেডলাইন:
আরও শুনুন: 19 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- কোটা বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বাংলাদেশ, প্রতিবাদে শামিল কলকাতাও
বিস্তারিত খবর:
1. একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে থাকছেন অখিলেশ যাদব। X হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জানা যাচ্ছে, রবিবারই হয়তো শহরে আসতে পারেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। লোকসভা ভোটে বাংলার মতোই উত্তরপ্রদেশে বিজেপির গতিকে স্তিমিত করেছেন অখিলেশ। সেখানে ইন্ডিয়া জোটের দুই শীর্ষ নেতৃত্বের এক মঞ্চে থাকা স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ।
শনিবার নিজে গিয়ে ধর্মতলার মঞ্চ দেখেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঞ্চ প্রস্তুতি দেখে, দূরের কর্মীদের সাবধানে যাতায়াতের বার্তা দিয়েছেন মমতা। প্রতি বছরের মতো এবারও তৃণমূলের একুশের সমাবেশে গোটা রাজ্য থেকে কলকাতায় আসবেন দলীয় নেতা-কর্মীরা। সে কথা মাথায় রেখে নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে কলকাতা পুলিশ। ধর্মতলার সভাস্থল ঘিরে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ভিডিওগ্রাফি করা হবে ১৬টি বহুতলের ছাদ ও বিভিন্ন তলা থেকে। মঞ্চ সংলগ্ন একাধিক জায়গায় থাকবে কম্যান্ডো ও বিশেষ বাহিনীর নজরদারি। সমাবেশের জন্য একাধিক রাস্তায় করা হচ্ছে যান নিয়ন্ত্রণ। বন্ধও থাকবে শহরের বেশ কয়েকটি রাস্তা।
২।অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। তার জেরে রাজ্যজুড়ে টান পড়তে পারে আলুর জোগানে। ব্য়বসায়ীদের অভিযোগ, আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপে তাঁরা জেরবার। ভিনরাজ্যে রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এসবের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ী সমিতি।
গত কয়েক সপ্তাহ ধরেই সপ্তমে চড়েছে আলুর দাম। রাজ্য় সরকারের একাধিক নির্দেশিকা জারি, কড় পদক্ষেপের পরও খুব বেশি লাভ হয়নি। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নির্দেশে, রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিনরাজ্যে আলু রপ্তানি বন্ধ হয়। এতেই ঘোর আপত্তি আলু ব্যবসায়ীদের। তাঁদের দাবি, হিমঘর থেকে বেরনোর পর বাজারে কীভাবে আলুর দাম বেড়ে যাচ্ছে, তা রাজ্য সরকারের দেখা উচিত। পাশাপাশি বৃষ্টির সমস্যায় এবার আলুর ফলন কম হয়েছে। ফলে জোগানে ঘাটতি রয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা ধর্মঘট ঘোষণা করায় বাজারে জোগানে টান পড়বে বলেই মনে করা হচ্ছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।