একুশের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লড়াই কেন্দ্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে’, সমাবেশের সুর বেঁধে দিলেন নেত্রী। ২১ জুলাই উলুবেড়িয়ায় বাতিল শুভেন্দুর সভা। হাই কোর্টের শর্তসাপেক্ষ অনুমতির পরও সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাসের। নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর মহম্মদ জুবেইরের।
হেডলাইন:
আরও শুনুন: 19 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- এখনই গ্রেপ্তার নয়, সুপ্রিম রায়ে স্বস্তি নূপুর শর্মার
আরও শুনুন: 18 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- বাংলার রাজ্যপাল পদে শপথ লা গণেশনের, উপস্থিত মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। তার আগে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ তৃণমূলের শীর্ষ নেতারা। এদিন সভাস্থল ঘুরে দেখার পাশাপাশি কর্মীদের সঙ্গে কথাও বলেন নেত্রী। জানিয়ে দেন, একুশের এই মঞ্চ যেমন মা-মাটি-মানুষকে সম্মান জানানোর মঞ্চ, তেমনই কেন্দ্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াইয়েরও। সভার কারণে শহরবাসীর অসুবিধার দরুন আগাম ক্ষমা চেয়ে নেন মমতা। মমতার আগে একুশের প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মহা-সমাবেশের আগে দলীয় নেতা কর্মীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন মমতা। কর্মীদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আরজি জানিয়েছেন তিনি। সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন ও নেতাদের। পাশপাশি শুনিয়েছেন কবিতাও। নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ২১ জুলাইয়ের বৃহত্তর সমাবেশ হতে চলেছে তৃণমূলের। কোভিড পর্ব পেরিয়ে একুশের ভোটের বিপুল সাফল্যের পর দু-বছর বাদে তৃণমূলের শহীদ সমাবেশ। স্বাভাবিকভাবেই আগ্রহ উন্মাদনা অনেকটাই বেশি। তাই অভিভাবকের মতোই বাড়তি সতর্ক থাকার পরামর্শ মমতার। এবছর নেতা-মন্ত্রী-ভলান্টিয়ারদের জন্য থাকছে বিশেষ ড্রেস কোড। স্বেচ্ছাসেবকদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ টি-শার্ট। এদিকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরসারি ধন্যবাদ জানাতে একুশে জুলাইয়ের সভায় হাজির হচ্ছেন দেউচা-পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের আদিবাসী শিল্পীরা। শহিদ দিবসের অনুষ্ঠানের জন্য আলাদা করে পোশাক তৈরি করেছেন তাঁরাও। এবারের সমাবেশকে সর্বভারতীয় রূপ দিতেই উদ্যোগ নিয়েছে তৃণমূল। তাই বাংলার পাশাপাশি মমতার বক্তব্যের প্রতি নজর থাকবে গোটা দেশেরই। ওয়াকিবহাল মহলের ধারণা, এই মঞ্চ থেকেই চব্বিশের নির্বাচনের সুর বেঁধে দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।
2. কয়লা-গরুপাচার কাণ্ডে এবার বিজেপি নেতাদের প্রতি ইঙ্গিত করে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ তাঁর হাতে আছে জানিয়ে অভিষেক বলেন, ”ঠিক সময়ে কয়লা, গরুপাচার নিয়ে বেশকিছু তথ্য আমরা সামনে নিয়ে আসব। কে কার সঙ্গে কথা বলেছে, কে কার সঙ্গে যোগাযোগে আছে তার ভয়েস ক্লিপ আমি জনসমক্ষে আনব।’ তাঁর বিরুদ্ধে ওঠা এই সংক্রান্ত অভিযোগের জবাব দিয়ে সাংসদ জানান, তিনি আদৌ অপরাধী কিনা, এই তথ্যপ্রমাণ পেশের পরই তা জানা যাবে। এদিন সারদা-নারদা ইস্যু নিয়ে ফের বিজেপিতে আশ্রয় নেওয়া নেতাদের বিরুদ্ধে সরব হন অভিষেক। তাঁর কটাক্ষ, “প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে অনেককে। বিজেপিতে আশ্রয় নেওয়ার পর তাদের একবারও সিবিআই ডাকেনি।” বিজেপির বিরুদ্ধে বিভেদমূলক রাজনীতির অভিযোগ এনে অভিষেক সাফ জানিয়ে দেন, অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।