দুর্নীতি মামলায় পার্থ-জ্যোতিপ্রিয়দের সঙ্গী শঙ্কর আঢ্যও। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। ফ্ল্যাট প্রতারণা মামলায় নির্দেশ মানলেন নুসরত জাহান। সশরীরে আদালতে হাজিরা তৃণমূলের তারকা সাংসদের। রামমন্দির উদ্বোধন শেষেই বাংলায় মোহন ভাগবত।অশান্তি থামার নাম নেই মণিপুরে। মায়ানমার গৃহযুদ্ধের প্রভাব, সন্দেহ সেনার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে তৎপর ভারত। জানুয়ারির শেষ সপ্তাহে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. দুর্নীতি মামলায় এবার পার্থ-জ্যোতিপ্রিয়দের সঙ্গে একই জেলে শঙ্কর আঢ্যও। ইডি হেফাজত শেষে ধৃত তৃণমূল নেতাকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে হবে নেতাকে।
শনিবার ইডি হেফাজত শেষ হওয়ার পরই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় তৃণমূল নেতাকে। স্বাস্থ্যপরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় তিনি এদিনও দাবি করেন, রেশন দুর্নীতি মামলায় কোনওভাবেই জড়িত নন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠির সূত্রে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। কিন্তু হেফাজতে থাকাকালীন কীভাবে চিঠি লেখার জন্য কাগজ, পেন পেলেন ধৃত মন্ত্রী? নিজেকে নির্দোষ বলে দাবি করার পাশাপাশি পালটা প্রশ্ন তুললেন শংকর আঢ্য। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে আদালতে ইডির দাবি, ২০১২-১৩ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ, এই দশ বছরে শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। তাঁর সিএ অরবিন্দ সিংকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। একইসঙ্গে এই সংক্রান্ত নথিও উদ্ধার করা গিয়েছে বলেই দাবি কেন্দ্রীয় সংস্থার। সওয়াল জবাব শেষে নেতাকে জেল হেফাজতের নির্দেশ আদালতের।
2. ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতের নির্দেশ মেনে সশরীরে হাজিরা দিলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। শনিবার আদালতের সামনে জমা দিলেন যাবতীয় নথি। এরপরই এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা।
২০১৪ সালে ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর ছিলেন তৃণমূল সাংসদ। সেই সময় কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে ইডি দপ্তরে গিয়ে তারকা সাংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছেন প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিরা। নুসরত অভিযোগ ওড়ালেও তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তারকা সাংসদের আবেদন ছিল, তিনি আইনজীবী মারফত নথিপত্র পাঠাবেন। কিন্তু নিম্ন আদালত সেই আর্জি খারিজ করে জানায়, সাংসদকেই হাজিরা দিতে হবে। একই নির্দেশ বহাল রাখে জাজেস কোর্ট। সেই নির্দেশের চারদিনের মধ্যেই কোর্টে হাজিরা দিলেন নুসরত জাহান।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।