২৭ বছর বাদে দিল্লিতে ফের বিজেপি-রাজ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ রেখা গুপ্তর। বিনামূল্যে চিকিৎসা থেকে ওষুধের ব্যবস্থা রাজ্যে। খতিয়ান দিলেন মমতা। বিধানসভায় ফের ‘বঙ্গভঙ্গে’র দাবি। উঠল উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবি। দিল্লিতে বিএসএফ-বিজিবি বৈঠক, চাপের মুখে সুর নরম বাংলাদেশের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ২৭ বছর বাদে দিল্লিরমসনদে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির রেখা গুপ্ত (Rekha Gupta)। তাঁকে শপথবাক্য পাঠ করালেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। আড়াই দশকেরও পরে দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তো বটেই সঙ্গে দেশের সমস্ত বিজেপিশাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একাধিক প্রথম সারির শিল্পপতি, সেলিব্রিটি, ফিল্মস্টারকেও শপথে আমন্ত্রণ জানানো হয়েছে। গিগ কর্মী, ট্যাক্সি ও অটোরিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানদের পাশাপাশি মহিলারাও আমন্ত্রিত ছিলেন। এই বিপুল আয়োজনের মধ্যেই শপথ নিলেন রেখা গুপ্ত। তাঁর সঙ্গে সঙ্গেই এদিন শপথ নিলেন মন্ত্রিসভার ছয় সদস্য। দিল্লির ক্ষমতা দখলের বিজয়োৎসব উদযাপন করতে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে মেগা-শো হিসাবেই তুলে ধরল বিজেপি।
2. রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিউটাউনে ১ হাজার ১০০ শয্যার বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করেন তিনি। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় একটি বেসরকারি সংস্থা ১ হাজার ১০০ শয্যার এই হাসপাতাল তৈরি করবে বলেই জানিয়েছিল। সেদিনই মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন শিলান্যাসের অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকবেন। মাত্র ১৩-১৪ দিনের মধ্যেই বৃহস্পতিবার নিউটাউন কনভেনশন সেন্টারের বিপরীতে হল হাসপাতালের শিলান্যাস। রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন মমতা বলেন, “রাজ্যে ১৪টি নতুন মেডিক্যাল কলেজ হয়েছে। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিট আগে জেলায় থাকত না। এসএনসিইউ আগে ৬টি ছিল। আমরা ৭১টি করেছি। ১৩ হাজার ৩৯২ স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি। ১১৭টি ন্য়ায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে।” স্বাস্থ্যসাথী পরিষেবা পান অন্তত ৯ কোটি মানুষ। তা জানিয়েই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।