শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ কটাক্ষ বঙ্গবিজেপির। তীব্র নিন্দা মমতার। সন্দেশখালি কাণ্ডে পুলিশকে ভর্ৎসনা প্রধান বিচারপতির। শাহজাহানকে তলব করা হতে পারে হাই কোর্টে। চোপড়ার সন্তানহারা পরিবারের পাশে রাজ্যপাল। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের চার। চণ্ডীগড় মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা বিজেপির। প্রয়াত স্বর্ণযুগের সঙ্গীত পরিচালক অসীমা মুখোপাধ্যায়। এদিকে বলিউডে প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিং।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পুলিশ আধিকারিককে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে দেগে দেওয়ার ঘটনায় এবার কাঠগড়ায় শুভেন্দু-সহ বঙ্গবিজেপি। তীব্র নিন্দায় সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি থানা থেকে সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি, পুলিশ আধিকারিক জশপ্রীত সিংকে খলিস্তানি বলেছেন শুভেন্দু অধিকারী। প্ররোচনামূলক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানালেন এডিজি। যদিও অভিযোগ অস্বীকার করে শুভেন্দুর দাবি, সব ধর্মসম্প্রদায়ের প্রতিই শ্রদ্ধা রয়েছে তাঁদের।
এদিন সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয় শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ বিজেপি কর্মীদের। একইসঙ্গে সন্দেশখালির ১২ জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়। আটকে পড়েন সিপিআই নেত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বৃন্দা কারাত। পরে অবশ্য কলকাতা হাই কোর্টের অনুমতিতে সন্দেশখালি ঢোকেন শুভেন্দু এবং শংকর। অভিযোগ, এই সময়েই পুলিশের সঙ্গে বচসা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি কর্মীরা। ইতিমধ্যে এর প্রতিবাদে কলকাতায় বিজেপির সদর দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা। বিভেদ তৈরি করতে চাইছে বিজেপি, এই অভিযোগে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব।
2. সন্দেশখালি কাণ্ডে পুলিশকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির। এবার ফেরার শাহজাহান শেখকেও তলব করা হতে পারে হাই কোর্টে। প্রধান বিচারপতির যুক্তি, যাকে কেন্দ্র করে এত ঘটনা তাঁকে সমর্থন করতে পারে না রাজ্য। তাঁর সাফ কথা, “মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কী হবে? যদি পুলিশ শাহজাহানকে ধরতে না পারে তাহলে মনে করতে হবে তিনি রাজ্যের বাইরে। কিন্তু পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না।” এদিন বিচারপতি অপূর্ব সিনহা রায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় রাজ্য, CBI, ED-সহ সব পক্ষকে নোটিস আদালতের। আগামী সোমবার এই মামলার শুনানি।
এদিকে শেখ শাহজানের গ্রেপ্তারি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন খারিজ করেছেন প্রধান বিচারপতি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।