জঙ্গিদের নিশানায় ‘শিলিগুড়ি করিডর’। আনসারুল্লার ষড়যন্ত্র ফাঁস রাজ্য পুলিশের। দেশজুড়ে জেহাদ রুখতে অসম পুলিশের ‘অপারেশন প্রঘাত’। আম্বেদকর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল। ব্লকে ব্লকে মিছিলের ডাক, ২৩ থেকে শুরু কর্মসূচি। তপসিয়া বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকল দেরিতে পৌঁছনোর অভিযোগ, পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি ক্ষুব্ধ জনতার। নিয়োগ দুর্নীতি মামলার জাল গোটাতে তৎপর ইডি। হট্টগোলের মধ্যেই শেষ সংসদের শীতকালীন অধিবেশন। প্রয়াত পরিচালক রাজা মিত্র।
হেডলাইন:
আরও শুনুন:
বিস্তারিত খবর:
1. বাংলায় মডিউল তৈরির চেষ্টা আনসারুল্লার। সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল পুলিশ। বুধবার রাজ্য ও অসম পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থেকে ধরা পড়ে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনটির দুই সদস্য। জেরায় ধৃতরা জানায়, তাদের নিশানা ছিল ‘শিলিগুড়ি করিডর’। ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় আঘাত হেনে গোটা ভারত উত্তপ্ত করার ছক কষেছে আল কায়দার ছায়া সংগঠন এবিটি। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে অতি সক্রিয় হয়ে উঠেছে আনসারুল্লা। এবার তাদের ষড়যন্ত্র ফাঁস করল রাজ্য পুলিশ। সমরশাস্ত্রের সূত্র মেনে ভারতের মতো মহাশক্তিধর দেশকে দুর্বল করতে এই শিলিগুড়ি করিডরকেই পাখির চোখ করেছে আনসারুল্লা বাংলা টিম। তিনটি দেশের সীমান্ত এক জায়গায় মেশায় এই পথেই অস্ত্রশস্ত্র, মাদক ও জাল নোট ভারতে পাচার করার ছক কষেছে জেহাদিরা। পাশাপাশি সীমান্তের ছিদ্রপথে সন্ত্রাসবাদীদের এদেশে প্রবেশের রাস্তা তৈরি করারও পরিকল্পনা রয়েছে তাদের। সদ্য এমনই ‘টেরর নেটওয়ার্ক’ গুঁড়িয়ে দিতে ‘অপারেশন প্রঘাত’ শুরু করে অসম পুলিশ। তাদের সঙ্গে যৌথ অভিযানে নামে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্ক রাজ্য প্রশাসন। তবে শিলিগুড়ি করিডর নিয়ে এসএসবিতেই আস্থা অমিত শাহের।
2. আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করছে শাসকদল তৃণমূল। সংসদের ভিতরে-বাইরে এনিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার বাংলাতেও উঠতে চলেছে প্রতিবাদের ঝড়, মিছিলে নামতে চলেছে দল। শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।” নতুন এই কর্মসূচিতে সকলকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।