আর জি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম নির্দেশে তৈরি জাতীয় টাস্ক ফোর্স। সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় মামলা। প্রাক্তন অধ্যক্ষকে তলব লালবাজারেও। সরকারি হাসপাতালের নিরাপত্তায় প্রাক্তন সেনা ও পুলিশ। আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ বিজেপির। ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। তুমুল বিক্ষোভ মহারাষ্ট্রে। মোদি-সাক্ষাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতাতেই। বার্তা তিন প্রধানের।
হেডলাইন:
আরও শুনুন: 19 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি আদালতের
আরও শুনুন: 18 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- রণক্ষেত্র যুবভারতী, ফুটবলপ্রেমীদের মিছিলে লাঠিচার্জের অভিযোগ
বিস্তারিত খবর:
1. আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীকে। সুপ্রিম নির্দেশে মঙ্গলবারই হাসপাতালে পৌঁছল সিআইএসএফ বাহিনী। এদিন মামলার শুনানিতে আইনজীবীদের সামনে একগুচ্ছ প্রশ্ন রাখে শীর্ষ আদালত। ক্ষুব্ধ বিচারপতিদের প্রশ্ন, ‘আরেকটা ধর্ষণের জন্য অপেক্ষা করবে দেশ?’ এছাড়া আরও অনেক মন্তব্যে বিচারপতিরা স্পষ্ট করেন, গোটা ঘটনাকে যেভাবে প্রশাসন তুলে ধরেছে, তাতে তাঁরা রীতিমতো বিরক্ত।
মামলায় রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তাঁকেই একাধিক প্রশ্ন করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। প্রশ্ন ওঠে, হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও। পদত্যাগের কয়েকঘণ্টার মধ্যেই কীভাবে নতুন পদে বসতে পারেন, সেই প্রশ্নও তোলেন বিচারপতিরা। সিব্বলের পালটা সওয়াল, সোশাল মিডিয়ায় ভুল খবর ছড়াচ্ছে, তাতে মানুষ বিভ্রান্ত। তাই সোশাল মিডিয়া পোস্ট নিয়ন্ত্রণ করার দাবি জানান রাজ্যের আইনজীবী। পুলিশের ভূমিকা নিয়েও কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতিরা। এদিনের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন, ডিআইজি-কে অবিলম্বে অপসারিত করতে হবে। এছাড়া আর জি কর হাসপাতালে চিকিৎসকদের আন্দোলনে মাঝরাতে যে হামলা ঘটল, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কারা চালাল হামলা? তার স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই টাস্ক ফোর্স তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে শীর্ষ আদালতে। জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রীয় সচিবরা।
2. দুর্নীতিতে প্রথম অভিযোগ দায়ের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় মামলা। মঙ্গলবার টালা থানায় আইএএস দেবল কুমার ঘোষ অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে পুলিশ মামলাও শুরু করেছে বলে জানা গিয়েছে। ভারতীয় দণ্ডবিধি ১২০বি, ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
২০২১ সাল থেকে আর জি কর হাসপাতালের একাধিক কেলেঙ্কারি সামনে এসেছে। আর্থিক তছরূপ থেকে শুরু করে ওষুধ, মেডিক্যাল সরঞ্জাম নিয়ে কালোবাজারির মতে গুরুতর অভিযোগ উঠেছে। এমনকী অঙ্গ নিয়ে অবৈধ ব্যবসার অভিযোগও শোনা গিয়েছে। ডাক্তার সন্দীপ ঘোষ এখানকার অধ্যক্ষ পদে থাকাকালীনই এধরনের অভিযোগের দীর্ঘ তালিকা তৈরি হয়েছে। সেসবের তদন্তে খোদ স্বরাষ্ট্রদপ্তরের তরফে তৈরি হয়েছে সিট। একইসঙ্গে লালবাজার থেকেও তলব করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বার বার নির্যাতিতার নামপ্রকাশ? এই ইস্যুতে সন্দীপ ঘোষকে তলব করল কলকাতা পুলিশ। আগামী বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সরকারি হাসপাতালে নিরাপত্তার দেখভালের দায়িত্বে এবার প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা। মনে করা হচ্ছে, আর জি কর কাণ্ডের জেরেই এমন সিদ্ধান্ত নিল রাজ্য। ইতিমধ্যে প্রতি পুলিশ সুপারকে তাঁদের এলাকার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ আধিকারিকদের তথ্য সংগ্রহ করে চারদিনের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।