যাদবপুরে নয়া উপাচার্য নিয়োগ রাজ্যপালের। অস্থায়ীভাবে দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক বুদ্ধদেব সাহু। আলোচনা ছাড়াই পদক্ষেপ, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য ভিনরাজ্যে পড়তে গিয়ে মৃত্যু কলকাতার ছাত্রীর। মৃতার বাড়িতে ফোন করে খোঁজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধৃত জয়দীপের বাধাতেই ঘটনার দিন হাসপাতালে ঢুকতে পারেনি পুলিশ। নতুন কর্মসমিতি গঠন জাতীয় কংগ্রেসের। আবারও স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের, প্রথমবার মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্য়াম্পিয়ন স্পেন।
হেডলাইন:
আরও শুনুন: 19 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- বারবার বয়ান বদল অভিযুক্তদের, যাদবপুর কাণ্ডে জেরা খোদ সিপি-র
বিস্তারিত খবর:
1. যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার উত্তাপের মাঝেই নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নয়া উপাচার্য হচ্ছেন গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাহু। ছাত্রমৃত্যুর ঘটনায় তাঁর মন্তব্য, ‘দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না নিশ্চিত। কিন্তু এই একটি ঘটনার জন্য তো আমাদের সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কালিমালিপ্ত হতে পারে না। যাঁদের সন্তান গিয়েছে তাঁদের হাহাকার দেখে আমিও চোখের জল ধরে রাখতে পারিনি।’ ছাত্র মৃত্যুর ঘটনায় উপাচার্য হিসেবে সবরকমের সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন বুদ্ধদেব। তাঁর কথায়, “সমস্ত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে, বাকি আধিকারিক, অধ্যাপক, পুরো যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিবারের সবার মতামত নিয়ে যা যা করা যায় করব।” যদিও সিসিটিভি প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তিনি। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে বলেই জানিয়েছেন। পাশাপাশি, এরপর থেকে হস্টেলে কড়া নজরদারী থাকবে বলেও জানিয়েছেন বুদ্ধদেব।
তবে, রাজ্যপালের এই পদক্ষেপ মোটেই ভালভাবে নেয়নি রাজ্য সরকার। সরকারের দাবি, বিন্দুমাত্র আলোচনা না করেই এভাবে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন সি ভি আনন্দ বোস। তাই নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে।
2. যাদবপুর নিয়ে শোরগোলের মাঝেই প্রকাশ্যে ভিনরাজ্যে কলকাতার ছাত্রীর মৃত্যুর খবর। রবিবার সেই মৃতা ছাত্রীর বাবাকেই ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, নেতাজিনগর থানায় অভিযোগ দায়েরের। পাশাপাশি পর্যাপ্ত তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের হস্টেলে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। টালিগঞ্জের বছর ষোলোর ওই পড়ুয়া বিজ্ঞানের ছাত্রী ছিলেন। ডাক্তারির পরীক্ষা নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের একটি প্রতিষ্ঠানে ভরতি হন। পরিবারের দাবি, গত ১৪ জুলাই রাতে হস্টেলের সুপার ফোন করে জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গিয়েছে টালিগঞ্জের ওই ছাত্রী। পরের দিন বিশাখাপত্তনমে যান পড়ুয়ার বাবা-মা। ১৬ জুলাই সেখানকার হাসপাতালে মৃত্যু হয় মেয়ের। মৃতার বাবা জানিয়েছেন, প্রথমে যখন তাঁদের মেয়েকে ভিডিও কলে দেখানো হয়, তখন সে সুস্থই ছিল। কিন্তু দু’দিনের মধ্যে মৃত্যু হল হস্টেল কর্তৃপক্ষের গাফিলতির জন্য, এমনটাই দাবি তাঁর। যাদবপুর কাণ্ডের মাঝে এই ঘটনা স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। এবার ঘটনায় পদক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। উচ্চপর্যায়ের তদন্তের জন্য রাজ্য সরকারও উপযুক্ত পদক্ষেপ করবে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি, খুব শীঘ্রই যাতে রাজ্য থেকে একটি দল পাঠানো যায় ঘটনাস্থলে, সে বিষয়েও চিন্তাভাবনা রয়েছে বলেই জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।