সাত ঘণ্টা জেরা শেষে ইডি দপ্তর থেকে বেরোলেন অভিষেক। সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়। নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর। ভিনরাজ্যে সরছে না নন্দীগ্রাম মামলা। কলকাতা হাই কোর্টেই মামলা নিষ্পত্তির নির্দেশ বিচারপতির। TET দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই-ই। কলকাতা হাই কোর্টে খারিজ রাজ্যের আবেদন। ফেরানো হল না ২৬৯ জনের বাতিল চাকরিও।
হেডলাইন:
আরও শুনুন: 30 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- অভিষেককে সমন ইডির, হাইকোর্টে রক্ষাকবচ শ্যালিকার
বিস্তারিত খবর:
1. টানা সাত ঘণ্টা জেরার পর মিলল নিষ্কৃতি। মঙ্গলবার ইডির পাঠানো সমন মোতাবেক এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইডি দপ্তর থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বললেন, কয়লা কেলেঙ্কারি, বা গরুপাচার কেলেঙ্কারি বলে কিছু নেই। এ সবটাই স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি। রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলা না করতে পেরে এজেন্সি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে এদিন অভিষেক বলেন, “দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে মাথা নত করব না। আপনারা কী ভাবছেন, সিবিআই, ইডি দিয়ে তৃণমূলকে ধমকে চমকে চুপ করিয়ে রাখবেন?” অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপি অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ নিজে সবচেয়ে বড় পাপ্পু। এজেন্সি ব্যবহার না করে তিনি রাজনীতি করতে পারেন না।”
এদিকে ইডির জেরার মধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি মিলেছে অভিষেকের। শুক্রবার কয়লা পাচার মামলার শুনানিতে আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ শীর্ষ আদালতের।
2. ভিন রাজ্যে নয়, একুশের ভোটে নন্দীগ্রামের ফলাফল নিয়ে মামলা চলবে কলকাতা হাই কোর্টেই। নির্দেশ দিয়ে শুক্রবার শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বাংলার বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অল্প ব্যবধানে জিতেছিলেন দলবদলকারী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই ফলাফলে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে পুনর্গণনার মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টে নিরপেক্ষ বিচার মিলবে না, এই যুক্তিতে মামলাটি অন্যত্র সরানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সেই মামলার শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের পর্যবেক্ষণ, হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলাটি চলতে পারে। কিন্তু কোন যুক্তিতে মামলা ভিনরাজ্যে সরাতে চান, সেই প্রশ্ন তুলে শুভেন্দুকে ভর্ৎসনা করেন বিচারপতি। শীর্ষ আদালতের রায়ের জেরে হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের দ্রুত শুনানিতে আর বাধা রইল না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।