শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব বিজেপি সাংসদের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামেই হোক নয়া নাম, রেলমন্ত্রীর সামনেই উঠল দাবি। মহালয়াতে মহামিছিল চিকিৎসকদের। স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে সরব, প্রয়োজনে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি। মহালয়াতে মর্মান্তিক দুর্ঘটনা বাঁশদ্রোণীতে। জেসিবির ধাক্কায় মৃত্যু পড়ুয়ার, উত্তপ্ত এলাকা। পুজোর বাংলায় অনিশ্চিত শাহী সফর, অষ্টমীতে আসছেন নাড্ডা। গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বার্তা সুকান্ত-শুভেন্দুকে।
হেডলাইন:
আরও শুনুন: 1 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- পিতৃপক্ষে পুজো উদ্বোধন নয়, শ্রীভূমি থেকে উৎসব সূচনা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বদল করার দাবি জানিয়েছেন তিনি। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনে এই দাবি করেন সাংসদ।
বুধবার একাধিক রেল প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য-সহ একাধিক নেতানেত্রী। সেখানেই রেলমন্ত্রীর অভিযোগ, রাজ্যের তরফে রেলপ্রকল্পের জন্য জমি দিতে অসহযোগিতা করা হচ্ছে। সে কারণেই রেল প্রকল্পের উন্নয়নে জটিলতা তৈরি হয়েছে। এই অনুষ্ঠানেই শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব দেন শমীক ভট্টাচার্য। শমীককে দুষে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের উন্নয়নকল্পে একাধিক কাজ করেন। সেই অনুযায়ী বিজেপি সরকার কিছুই করতে পারেনি। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটেছে। আগে যাত্রীসুরক্ষার দিকে নজর দিন। তার পর নামবদল।” সব মিলিয়ে শমীকের এই দাবি ঘিরে শুরু জোর রাজনৈতিক তরজা।
2. নির্যাতিতার জন্য বিচার চেয়ে মহালয়াতে মহামিছিল। মহামিছিল শেষে আরও একবার স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। এখনই কর্মবিরতি প্রত্যাহারের যে কোনও পরিকল্পনা নেই তাঁদের, তা-ও স্পষ্ট করেন তাঁরা। প্রয়োজনে দিল্লি যাওয়ারও হুঁশিয়ারি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। এদিকে এদিনই আর জি করে উন্মোচিত হয়েছে ‘অভয়া’র প্রতীকী মূর্তি। এই মূর্তি উন্মোচন সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী, তোপ তৃণমূল নেতা কুণাল ঘোষের। কটাক্ষ পথ দখলের কর্মসূচি নিয়েও।
এদিকে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে চাপানউতোরের মাঝেই ফের উত্তেজনা আর জি করে। তরুণী চিকিৎসককে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠল রোগীর বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে টালা থানার পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।