রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ অভিযোগকারিণী। প্রকাশিত মাধ্যমিকের ফল। পাশের হার ৮৬.৩১ শতাংশ, প্রথম দশে ৫৭জন। বিজেপির হয়ে কাজ করতে বলা হচ্ছে IAS-IPSদের। ভোটের মুখে বিস্ফোরক মমতা। পদ হারানোর পরে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ কুণাল ঘোষ। সন্দেশখালি কাণ্ডে স্টেটাস রিপোর্ট পেশ সিবিআইয়ের। সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রবিবার।
হেডলাইন:
আরও শুনুন: 1 মে 2024: বিশেষ বিশেষ খবর- তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে বিদায় কুণাল ঘোষের
আরও শুনুন: 30 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- ৪৩ ডিগ্রিতে তিলোত্তমা, সাত দশকের গরমের রেকর্ড ভাঙল কলকাতায়
বিস্তারিত খবর:
1. লোকসভা ভোট চলাকালীনই শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ অভিযোগকারিণী। নিজেকে রাজভবনের কর্মচারী বলে দাবি ওই মহিলার। তাঁর দাবি, রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হন তিনি।
ঘটনাচক্রে, বৃহস্পতিবার রাতেই রাজভবনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কাল কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারের কর্মসূচি রয়েছে তাঁর। এর মধ্যেই রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি রাজভবন। ঘটনার তীব্র সমালোচনায় সরব তৃণমূল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “যেখানে বারবার প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলছেন সেখানে রাজ্যপাল নারীর অপমান, অসম্মান করছেন?” রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, “সন্দেশখালির ঘটনা নিয়ে সবাই এত সরব ছিল। এখন সবাই কোথায়? বাইরে থেকে এসে বাংলাকে কলঙ্কিত করা হচ্ছে।” এহেন নজিরবিহীন অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা রাজ্য রাজনীতিতে জোর চাপানউতোর।
2. প্রকাশিত মাধ্যমিকের ফল। এবছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। পাশের নিরিখে প্রথমে কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর, এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এবারের মেধা তালিকার প্রথম দশে স্থান পেয়েছে ৫৭ জন। ৭০০ মধ্যে ৬৯৩ পেয়ে প্রথম কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈর্ঋতরঞ্জন পাল। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৯১। মেধা তালিকায় কলকাতার একমাত্র প্রতিনিধি কমলা গার্লস হাই স্কুলের সোমদত্তা সামন্ত। ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে সে। এদিন ফলপ্রকাশের পর পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মোট ৯,১০,৫৯৮ জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে এবার উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। গতবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে পাশের হার। তবে অন্য বারের মতো এবারও পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।