এক্সিট পোল প্রভাবিত করেছে বিজেপি। দ্বিগুণ আসনের দাবি করে সমীক্ষা ওড়ালেন মমতা। ইন্ডিয়া জোটের সরকার হলে থাকবে তৃণমূল? জবাব নেত্রীর। বুথসমীক্ষার পর কর্মীদের ভোকাল টনিক অভিষেকের। দিলেন গণনাকেন্দ্রে সতর্ক থাকার বার্তা। ভোটের পরেও অশান্ত সন্দেশখালি। গরম থেকে মুক্তি পাচ্ছে কলকাতা। বর্ষা থমকে উত্তরেই, তবু সপ্তাহভর ভিজবে রাজ্য। দক্ষিণের জেলাতেও চলবে কালবৈশাখী, পূর্বাভাস হাওয়া অফিসের।
হেডলাইন:
আরও শুনুন: 1 জুন 2024: বিশেষ বিশেষ খবর- দেশের রায়ে এগিয়ে NDA, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
আরও শুনুন: 31 মে 2024: বিশেষ বিশেষ খবর- তাপপ্রবাহের জেরে মৃত্যুমিছিল দেশে, প্রাণহানি অন্তত ৫৪ জনের
বিস্তারিত খবর:
1. বুথফেরত সমীক্ষা বিশ্বাস করেন না, সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “এই সমস্ত এক্সিট পোল ফেক।” বিজেপি এক্সিট পোল প্রভাবিত করেছে বলেই দাবি করছেন তিনি।
সাত দফা ভোট শেষ হতেই প্রকাশ্যে এসেছে এক্সিট পোল তথা বুথফেরত সমীক্ষা। কম বেশি সব সমীক্ষার দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। শুধু তাই নয়, বাংলায়ও ২৫-এর কাছাকাছি আসন পাচ্ছে পদ্মফুল শিবির। যা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড়। এই পরিস্থিতিতে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন মমতা। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে দলনেত্রীর বার্তা, “গণনায় অংশ নিন। সংবাদমাধ্যম যা দেখিয়েছে আমরা তার দ্বিগুণ পাব। প্রত্যেক আসনে জিতব।” তবে কোনও আসনসংখ্যা সংক্রান্ত ভবিষ্যদ্বাণী করতে রাজি নন তিনি। মমতা আরও জানিয়েছেন, ইন্ডিয়া জোট সরকার গড়লে সেখানে যোগ দিতেই পারে তাঁর দল। কিন্তু এখনই এই নিয়ে ভাবতে রাজি নন বলেই সাফ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. ভোটগণনার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসরে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক সারলেন তিনি। গণনার জন্য বিশেষ নির্দেশ দিলেন দলের সেনাপতি।
লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষের পরই বেরিয়েছে এক্সিট পোল। তাতে ইঙ্গিত, বাংলায় আসন বাড়বে বিজেপির। শক্তিক্ষয় তৃণমূলের। আর তার পরই দলীয় কর্মীদের চাঙ্গা করতে রবিবার জেলা সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসলেন অভিষেক। অভিষেকের বক্তব্য, “ষষ্ঠ দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছি আমরা। এবারের ফলাফলে ২০১৪ সালের আসন সংখ্যা পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আপনারা গণনার শেষ পর্যন্ত থাকবেন। বাকিরা সতর্ক থাকবেন। যদি কেউ ক্লান্ত হয়ে যান, তাঁর বিকল্প তৈরি রাখবেন।” নেতা-কর্মীদের সতর্ক করে অভিষেকের বার্তা, বিজেপি এজেন্টদের প্রভাবিত করতে পারে, ভয় দেখাতে পারে, হুমকি দিতে পারে। কিন্তু কোনওভাবেই গণনাকেন্দ্র ছেড়ে চলে আসা যাবে না, নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে সে বিষয়ে সতর্ক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।