চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন অভিষেক। বদলি পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে টানা ৫ ঘণ্টা জেরা সিবিআইয়ের। কেকে-র মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সাংসদ সৌমিত্র খাঁ-র। কল্যাণী এইমসে নিয়োগ মামলার তদন্তে এবার সিআইডি। করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী।
হেডলাইন:
আরও শুনুন: 31 মে 2022: বিশেষ বিশেষ খবর- মুখ খোলা বারণ, দিলীপকে কড়া নির্দেশ বিজেপি নেতৃত্বের
আরও শুনুন: 1 জুন 2022: বিশেষ বিশেষ খবর- কেকে-কে গান স্যালুট, ময়নাতদন্তে মেলেনি অস্বাভাবিক মৃত্যুর প্রমাণ
বিস্তারিত খবর:
1. চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ১০ জুন পর্যন্ত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত ইডি কোনও নোটিস দিতে পারবে না, এমনই জানিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবারই সেই মামলার শুনানি করল হাই কোর্ট। আর সেখানেই বড়সড় জয় পেলেন অভিষেক। এদিনের শুনানিতে, কয়লা ও গরু পাচার মামলার তদন্ত নিয়ে ইডিকে ভর্ৎসনাও করে আদালত। বিচারপতি বিবেক চৌধুরী এও জানিয়েছেন, বিদেশে চিকিৎসার জন্য অভিষেকের সঙ্গে যেতে পারবেন স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। এই অনুমতির পাশাপাশি অবশ্য হাই কোর্ট বেশ কিছু শর্তের কথাও জানিয়েছে। বিচারপতির নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান টিকিটের কপি জমা করতে হবে ইডি-র কাছে। দুবাই গিয়ে তিনি কোন ঠিকানায় উঠছেন, কোন হাসপাতালে চিকিৎসা চলছে, সেখানকার যোগাযোগের নম্বরও জানাতে হবে ইডিকে। যে হাসপাতালে অভিষেকের চিকিৎসা হবে, তার ঠিকানাও জানাতে হবে তদন্তকারীদের।
2. মুখ্য়মন্ত্রীর ভর্ৎসনার পরই পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে বদলির সিদ্ধান্ত নিল নবান্ন। চলতি সপ্তাহেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। জেলার নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগও উঠেছিল সেই প্রশাসনিক সভায়। তার পরেই রাতারাতি তাঁকে বদলির সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় নবান্নের তরফে। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং আসানসোল পুরনিগমের সিইও পদে বদলি করা হয়েছে রাহুল মজুমদারকে। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা-সহ মোট ৮ জেলার জেলাশাসককে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।