ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যুমিছিল উত্তরপ্রদেশের হাথরাসে। পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮৭, আহত শতাধিক ভক্ত। ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর। একের পর এক গণপ্রহারের ঘটনায় কড়া রাজ্য। স্বজনহারাদের জন্য চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। সংসদের রেকর্ড থেকে সরানো হল রাহুলের ‘হিন্দু’ মন্তব্য। জবাবি ভাষণে দুর্নীতি-তোষণ নিয়ে কটাক্ষ মোদির।
হেডলাইন:
আরও শুনুন: 30 জুন 2024: বিশেষ বিশেষ খবর- বিশ্বজয়ী ভারত, ফোন করে বিরাট-রোহিতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যুমিছিল উত্তরপ্রদেশের হাথরাসে। ভিড়ের চাপে কমপক্ষে ৮৭ জনের মৃত্যু। আহত হয়েছেন ১০০ জনের বেশি ভক্ত। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাথরসের ঘটনায় জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার হাথরাসে এক স্বঘোষিত ধর্মগুরুর সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শয়ে শয়ে ভক্ত। অনুষ্ঠান শেষে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বেরনোর চেষ্টা করেন অনেকে। তখনই ভিড়ের চাপে পদপিষ্ট হন বহু মানুষ। আহতদের চিকিৎসার বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যোগী। পাশাপাশি দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখে বিরাট ধর্মীয় অনুষ্ঠানে অনুমতি দেওয়া হল কেন, তা নিয়েই প্রশ্ন উঠছে নানা মহলে।
2. কখনও বাচ্চা চুরির গুজব তো কখনও মোবাইল চুরির অভিযোগ, সন্দেহের বশে রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। যার জেরে ইতিমধ্যে প্রাণও হারিয়েছেন কয়েকজন। এবার সেই ঘটনা কড়া হাতে মোকাবিলার বার্তা দিল রাজ্য প্রশাসন। একইসঙ্গে গণপ্রহারের ঘটনায় স্বজনহারাদের পাশে থাকার বার্তাও দিল রাজ্য। মৃত ব্যক্তির পরিবারের এক সদস্যকে হোম গার্ডের চাকরি ও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা। আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। ভিজিল্যান্স বসানো হচ্ছে। পুলিশকে সর্বাধিক সতর্ক থাকতে বলা হয়েছে। আইন নিজেদের হাতে তুলে নেবেন না, এই মর্মে আমজনতার উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন মনোজ ভার্মা। এদিকে চোপড়া কাণ্ডে বেফাঁস মন্তব্যের জেরে বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করল তৃণমূল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।