প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ মিলেছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর। হাই কোর্টে রিপোর্ট পেশ করে দাবি ইডির। স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ ‘অবৈধ’। আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। কামদুনি মামলায় খারিজ হাই কোর্টের নির্দেশ। রোগী বা আত্মীয়রা না চাইলে ভর্তি নয় আইসিইউ-তে। বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ কেন্দ্র সরকারের। ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ বাম ছাত্র-যুবদের। বছরের গোড়াতেই দেশজুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট।
হেডলাইন:
আরও শুনুন: 31 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ‘বাংলার মাটি’ গানে কোনও বদল নেই, বিজ্ঞপ্তি রাজ্যের
বিস্তারিত খবর:
1. প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট পেশ করে এমনই দাবি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, এই মামলায় মোট সাড়ে ৭ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে হদিশ মিলেছে, যার পুরোটাই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সম্পত্তি।
প্রাথমিক মামলার তদন্ত শেষ করার জন্য ২০২৩ সাল পর্যন্ত ইডিকে সময় বেঁধে দিয়েছিল হাই কোর্ট। কিন্তু এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে ইডি জানায়, তদন্ত চলাকালীন প্রচুর তথ্য মিলেছে, যা খতিয়ে দেখতে আরেকটু সময়ের প্রয়োজন। মামলার পরবর্তী শুনানি বুধবার। ওইদিন ইডির জয়েন্ট ডিরেক্টরকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
2. রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ অবৈধ। এই মর্মেই রাজ্য সরকারের সিদ্ধান্তে জোরালো আপত্তি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রাক্তন প্রধান সচিব নন্দিনীকে ঘিরে এর আগেও উসকে উঠেছিল রাজ্য-রাজ্যপাল সংঘাত। গত ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে তাঁকেই স্বরাষ্ট্রসচিব পদে নিয়োগ করে নবান্ন। বিরোধী দলনেতার দাবি, রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং ৫ জন প্রধান সচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দপ্তর অবৈধ ভাবে স্বরাষ্ট্রসচিব নিয়োগ করেছে। ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, প্রশাসনিক এবং প্রশিক্ষণ মন্ত্রকের সচিবের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা। প্রয়োজনে আইনি পথে হাঁটারও ইঙ্গিত তাঁর। যদিও বিরোধী দলনেতার মন্তব্যে পালটা দিয়ে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।