রাগের বশে প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হল জুতো। অর্পিতা-পার্থের সম্পত্তির সন্ধানে হন্যে ইডি। কলকাতায় উদ্ধার বিপুল নগদ টাকা, রুপোর কয়েন। এসএসসি দুর্নীতি নিয়ে অমিত শাহের কাছে নালিশ শুভেন্দুর। এবার টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠক কুণালের। কমনওয়েলথ গেমসে প্রথমবার লন বোলে সোনা জয় ভারতীয় মহিলা দলের।
হেডলাইন:
আরও শুনুন: 1 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- রাজ্যের মানচিত্রে জুড়ছে আরও ৭ জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 31 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- ‘আমার কোনও টাকা নেই’, জল্পনা উসকে ফের দাবি পার্থর
বিস্তারিত খবর:
1. SSC দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল মঙ্গলবার। এদিন ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন এক মহিলা। এমন হাই প্রোফাইল মামলায় আচমকা এমন ঘটনা ঘটায় শোরগোল পড়ে হাসপাতাল চত্বরে। দ্রুত প্রাক্তন মন্ত্রীকে সেখান থেকে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। মহিলার সাফ বক্তব্য, ”রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি।” জানা গিয়েছে, ওই মহিলার নাম শুভ্রা ঘোড়ুই। আমতলার বাসিন্দা শুভ্রাদেবীর সঙ্গে এসএসসি, শিক্ষকতার চাকরি, বঞ্চনার কোনও যোগ নেই। তারপরেও কেন তিনি প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছুড়লেন? এ প্রশ্নের উত্তরে মহিলা জানিয়েছেন, দুর্নীতির কথা প্রকাশ্যে আসার পরই তাঁর রাগ হয়েছিল। এত মানুষকে পথে বসানোর নেপথ্যে যাঁরা তাঁদের জুতো মারতেই চেয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, ”আমার রাগ ছিল। শুধু আমার নয়, গোটা বাংলার মানুষের ক্ষোভ রয়েছে। জুতো মেরে শান্তি পেয়েছি। আপনারাই বলুন, ওকে কি মালা দিয়ে বরণ করলে ভাল লাগত?” দুর্নীতির প্রশ্নে রাজ্যের সাধারণ মানুষরা যে ক্ষুব্ধ, এদিন শুভ্রাদেবীর ব্যবহারেই তা স্পষ্ট হয়ে গেল।
2. অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ফের একাধিক বহুতলে হানা দিল ইডির। মঙ্গলবার ইডি আধিকারিকরা ৬টি দলে বিভক্ত হয়ে চালান তল্লাশি। একটি দল যায় ল্যান্সডাউন পণ্ডিতিয়া রোডের ফোর্ড ওয়েসিস আবাসনে। ইডি সূত্রে জানা গিয়েছে, ল্যান্সডাউনের ওই আবাসনের ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি অর্পিতার, তবে তা রয়েছে বেনামে। তদন্তকারীদের অপর দল যায় মাদুরদহের ওম ভিলায়। তিনটি দল যায় বরানগর, লেকভিউ রোড এবং পাটুলির তিনটি নেল আর্ট পার্লারে। কেন্দুয়ার এক ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। এদিন তদন্তকারীরা যান, রাজডাঙার ‘ইচ্ছে’ এন্টারমেন্টের অফিসেও। পরে সিল করে দেওয়া হয় সেই অফিস। মাদুরদহ ও ল্যান্সডাউনের আবাসন থেকে এদিন একাধিক নথি পেয়েছেন তদন্তকারীরা। এদিকে, মঙ্গলবার ইএসআই হাসপাতালে ঢোকার সময় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে অর্পিতা জানান, বাজেয়াপ্ত টাকা তাঁর নয়। তাঁর অনুপস্থিতিতে তাঁর অজান্তেই ফ্ল্যাটে ওই টাকা রাখা হয় বলেও দাবি করেন তিনি। মঙ্গলবারের তল্লাশি থেকে পাওয়া তথ্য এই তদন্তে সহায়ক হবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।