অস্ট্রেলিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্যে বাড়বে বিনিয়োগ। সম্ভাবনা ১০ লক্ষ চাকরিরও। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের কিনারা। সুপারি দিয়ে ভাইকে খুন করে দাদাই। রক্ষাকবচ উঠতেই সিবিআই তলব। গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদে ফের ডাক অনুব্রত মণ্ডলকে।ঢাকে কাঠি পড়ল ২০২২ বিশ্বকাপ ফুটবলের। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল ফিফা।
হেডলাইন:
আরও শুনুন: 1 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- রাজভবনে চিকিৎসা অসুস্থ রাজ্যপালের, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
আরও শুনুন: 31 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- কমেছে করোনার প্রকোপ, রাজ্যে উঠল করোনা বিধিনিষেধ
বিস্তারিত খবর:
১। অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল ভারতের। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড্যান তেহানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারচুয়াল এই অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। চুক্তিকে ঐতিজাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই চুক্তির ফলে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতাবস্থায় অবদান রাখতে পারব। পাশাপাশি পারস্পরিক সহায়তার জায়গাটিকে আরও মজবুত করা সম্ভব হবে।” উচ্ছ্বসিত পীযূষ গোয়েলও। তাঁর কথায়, ”আমার আশা করছি আগামী ৪-৫ বছরের মধ্যেই দেশে ১০ লক্ষ চাকরির সুযোগ বাড়বে। ভারতীয় শেফ ও যোগ প্রশিক্ষকদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে।” এই চুক্তির ফলে বিনিয়োগ দ্বিগুণ হবে বলেও আশা তাঁর। চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও।
২। মাত্র ২০ দিনেই পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের কিনারা করে ফেললেন সিট-এর তদন্তকারীরা। কাউন্সিলর তপন কান্দুকে খুনের সুপারি দিয়েছিল তাঁর দাদা নরেন কান্দু। পরিকল্পনা বাস্তবায়িত করে আসিক খান নামে এক দুষ্কৃতী। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বোকারোর জরিডির গাইছাদ গ্রামের বাসিন্দা ধৃত কলেবর সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন সিটের তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করেই নরেন কান্দু এবং আসিক খান সম্পর্কে তথ্য হাতে আসে। এই খুনের ঘটনায় নিহত কাউন্সিলর তপন কান্দুর দাদা তথা ধৃত ভাইপো দীপকের বাবা নরেন কান্দুকে শনিবার দিনভর জেরা করেন তদন্তকারীরা। সেইসঙ্গে নরেন কান্দুর ঘনিষ্ঠ ঝালদার কুটিডি এলাকার বাসিন্দা তথা একসময় বিহারে থাকা আসিক খানকেও জেরা করা হয়। এই জেরার সূত্রেই পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ভাইকে খুন করতে ৫ লক্ষ টাকা সুপারি দিয়েছিল নরেন কান্দু। খুনের দায়িত্ব নেয় আসিক খান, তার সঙ্গে জড়িয়ে পড়ে কলেবর সিং। তিন অভিযুক্তই এখন পুলিশের হেফাজতে। এই খুনের মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের আরজি জানিয়েছিলেন নিহতের স্ত্রী। যদিও তার আগেই খুনের কিনারা করে ফেললেন রাজ্যে পুলিশের তদন্তকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।