নয়া সংসদ ভবনে শুরু বিশেষ অধিবেশন। প্রথম ভাষণে শক্তিশালী ভারত গড়ার সংকল্প মোদির। অধিবেশনে পেশ হবে কী কী বিল? জল্পনা রাজনৈতিক মহলে। উন্নয়নের পথে বাংলা। শিল্পবান্ধব পরিবেশের বার্তা মমতার। রাজ্যে বিনিয়োগ করুন বিদেশি শিল্পপতিরা, বার্সেলোনার শিল্প সম্মেলনে ডাক নেওটিয়া-মিত্তালদের। চব্বিশের আগে বড় সিদ্ধান্ত মোদি সরকারের। লোকসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল। খলিস্তানি নেতা খুনে ভারত-যোগের সন্দেহ ট্রুডোর। পালটা কানাডার কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের। হার দিয়ে এশিয়ান গেমস শুরু সুনীলদের।
হেডলাইন:
আরও শুনুন: 18 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- বিশেষ অধিবেশনের ভাষণে নেহরু স্তুতি মোদির, কটাক্ষ বিরোধীদেরও
আরও শুনুন: 17 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- সিরাজকীয় মেজাজে কুপোকাত শ্রীলঙ্কা, এশিয়া কাপ ভারতেরই
বিস্তারিত খবর:
1. নয়া সংসদ ভবনে শুরু বিশেষ অধিবেশন। নতুন অধ্যায় শুরু, প্রথম ভাষণে এই মর্মে দেশ এবং গোটা বিশ্বকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে শক্তিশালী ভারত গড়ার সংকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর। মঙ্গলবারের বক্তব্যেও জওহরলাল নেহরুর কথা শোনা গিয়েছে তাঁর মুখে, বিরোধীদের কাছে যা খানিক চমকই।
নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিক প্রবেশের আগেই এদিন মোদি জানান, নতুন সংসদ ভবনের নাম ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’। অন্যদিকে পুরনো সংসদ ভবনের নামকরণ হয়েছে ‘সংবিধান সদন’। এদিন নয়া ভবনকে আধুনিক ভারতের প্রতীক হিসেবেই তুলে ধরতে চাইলেন প্রধানমন্ত্রী। ভারত খুব দ্রুতই তৃতীয় শক্তিশালী দেশ হয়ে উঠতে চলেছে বলেও মত প্রকাশ করেন তিনি। নিজের ভাষণে মহিলা সংরক্ষণ বিল নিয়েও জোর সওয়াল করেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও আরও কী কী বিল পেশ হতে পারে পাঁচদিনের অধিবেশনে, তা নিয়ে জল্পনা চলছেই রাজনৈতিক মহলে। অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের তরফে তিনটি বিলের কথা উল্লেখ করা হয়েছিল- আইনজীবী সংশোধনী বিল, প্রেস ও রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস বিল এবং পোস্ট অফিস বিল। এছাড়াও বয়স্ক নাগরিক কল্যাণ বিল, পুরনো অপ্রয়োজনীয় আইন বাতিল বিল, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দু’টি বিল পেশ করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
2. দ্রুত গতিতে উন্নয়নের পথে এগোচ্ছে বাংলা। বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের পাঁচটি চাবিকাঠি- উৎপাদনের খরচ কম, কম খরচে প্রচুর দক্ষ শ্রমিক, অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, কর্মনাশা ধর্মঘট সংস্কৃতির ইতি এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা। আর এই ৫ কারণেই বাংলায় শিল্পে বিনিয়োগ করা যেতে পারে, বলছেন বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে সে কথায় একযোগে সায় শিল্পপতি হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, কমল মিত্তাল, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজা-দের। বার্সেলোনার শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রশাসনের আমলারা এবং একাধিক শিল্পপতিরা, যাঁরা ইতিমধ্যেই বাংলায় বিপুল বিনিয়োগ করেছেন। রাজ্যের শীর্ষ প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দক্ষ হাতে ধর্মঘট সংস্কৃতিকে শেষ করেছেন, তারও ভূয়সী প্রশংসা করলেন শিল্পপতিরা। আর নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেই রাজ্যে বিদেশি বিনিয়োগের আহ্বান জানালেন তাঁরা। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রথম পর্বে বাংলায় ২৫০ কোটি টাকার লগ্নি কথা ঘোষণা করেছেন পিসিএম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিএমডি কমল মিত্তাল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।