আমি নই, টাটাদের তাড়িয়েছে সিপিএম। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীতে দাবি মমতার। মুখ্যমন্ত্রীকে একযোগে মিথ্যেবাদী বলে তোপ দাগল বিরোধীরা। ‘ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ’। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অখণ্ড বাংলার বার্তা মমতার। ২০১৪ টেট উত্তীর্ণদের ধরনার বিরোধিতায় হাই কোর্টে মামলা। কুড়ি বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেল কংগ্রেস। দিল্লিতে ফের নির্ভয়া-কাণ্ডের ছায়া।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটের আগে সিঙ্গুর ইস্যু ঘিরে ফের সরগরম বাংলার রাজনীতি। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “আমি টাটাকে তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আমি চাই রাজ্যে বিনিয়োগ হোক।” তাঁর আরও অভিযোগ, “সবার থেকে জোর করে জমি নিয়েছিল। আমি জমি ফিরিয়ে দিয়েছি।”
এগারোয় রাজ্যের পালাবদলের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুরের জমি আন্দোলন। এরপর থেকেই বাম-কংগ্রেস-বিজেপির অভিযোগ, তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর জন্য টাটা রাজ্য ছেড়েছে। নষ্ট হয়েছে শিল্পের পরিবেশ। এদিন মুখ্যমন্ত্রী সেই অভিযোগের পালটা জবাব দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেত্রীকে ‘মিথ্যেবাদী’ বলে একযোগে কটাক্ষ করেছেন বাম-কংগ্রেস-বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির পালটা দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়-রা। সব মিলিয়ে ফের একবার বাংলার রাজনীতিতে চর্চায় উঠে এসেছে সিঙ্গুর ইস্যু।
2. শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেও বিরোধী শিবিরের উদ্দেশে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ বঞ্চিত, এই অভিযোগে বারবার বাংলা ভাগের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের গলায় পৃথক উত্তরবঙ্গের দাবি শোনা গিয়েছে। সেই দাবিকে নস্যাৎ করে এবার মমতার বার্তা, “ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ”।
মমতার সাফ কথা, “উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে বাংলা। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট রাজ্য সরকার। উত্তরবঙ্গকে আরও স্বনির্ভর করে তুলতে চাই। আমরা সবাইকে নিয়ে কাজ করি। আমরা সবাই এক আছি বলে শান্তি বজায় রয়েছে। কোনও প্ররোচনা, ভাগাভাগিতে কান দেবেন না।” গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েই এবার বাংলা ভাগের বিরুদ্ধে সুর চড়ালেন খোদ মুখ্যমন্ত্রী। যা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।