বিধানসভা নির্বাচনে হারের জের। এজেন্সি দিয়ে বাংলার বদনাম করতে চাইছে বিজেপি। ঝাড়গ্রামে কর্মিসভা থেকে তোপ মমতার। দুই কোর্টেই স্থগিত জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি। এসএসসি দুর্নীতি মামলায় অবশেষে সিবিআইয়ের মুখোমুখি পরেশ অধিকারী। CBI তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পার্থ। CRPF পাহারার বিরুদ্ধে মামলা রাজ্যেরও। গরু পাচার মামলায় অবশেষে হাজিরা অনুব্রত মণ্ডলের। জেরা শেষ হল না সিবিআইয়ের। SSKM-এ গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি।
হেডলাইন:
আরও শুনুন: 18 মে 2022: বিশেষ বিশেষ খবর- সিবিআই দপ্তরে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের, আবেদন রক্ষাকবচের
বিস্তারিত খবর:
1. ফের বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামে কর্মিসভার মঞ্চ থেকে তিনি অভিযোগের আঙুল তুললেন গেরুয়া শিবিরের দিকেই। বাংলায় হেরে যাওয়ার পর কেন্দ্রীয় সরকারি এজেন্সি কাজে লাগিয়ে বাংলার বদনাম করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই দাবি করলেন মমতা।
এসএসসি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে স্বেচ্ছায় সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। একের পর এক দলীয় নেতা-মন্ত্রীকে সিবিআই তলব করা নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি পার্টি আজ তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। কারও আজকে বেঁচে থাকার অধিকার নেই। স্বাধীনতার অধিকার নেই। নাগরিক অধিকার নেই।” নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে এদিন সিপিএমকেও একহাত নিলেন মমতা।
২০২৪-এর লোকসভা ভোটে জেতার জন্য বিজেপি এভাবেই জমি তৈরি করছে, এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। পাশাপাশি দলীয় কর্মীদের দুর্নীতিমুক্ত থাকার বার্তাও দিলেন মমতা। কোনও প্রকল্পের নির্ধারিত টাকা না পেলে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানানোর পরামর্শ দিলেন রাজ্যবাসীকে। এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. সুপ্রিম নির্দেশে শুক্রবার পর্যন্ত বারাণসী সিভিল কোর্টে স্থগিত রইল জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি। এদিন সকালে মুখবন্ধ খামে মসজিদের অন্দরের ভিডিও সার্ভের রিপোর্ট জমা পড়ে বারাণসীর আদালতে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে আর এগোয়নি বিচারপ্রক্রিয়া। দুই আদালতেই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
জ্ঞানবাপী মসজিদ মামলার হিন্দুপক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন অসুস্থ। তাই শুক্রবার পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলার শুনানি স্থগিত রাখার আরজি জানান হরিশঙ্কর জৈনের ছেলে তথা হিন্দুপক্ষের অন্যতম আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। মসজিদ পক্ষের তরফে এই আরজির বিরোধিতা না করলেও শুনানি স্থগিত রাখার জন্য শর্ত দেওয়া হয়। দাবি করা হয়, সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত থাকলে বারাণসী সিভিল কোর্টেও এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেই দাবি মোতাবেক লিখিতভাবে শীর্ষ আদালতকে এই বিষয়টি জানান আইনজীবী বিষ্ণু জৈন। এর পরই সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে শুক্রবার পর্যন্ত জ্ঞানবাপী মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দেন। শুক্রবার দুপুর তিনটেয় সুপ্রিম কোর্টে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।