এবার অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস পাঠাল বিশ্বভারতী। নথি নিয়ে ২৯ মার্চ নির্দেশ হাজিরার। সাগরদিঘিতে ভুল বোঝানো হয়েছে সংখ্যালঘুদের, দাবি মমতার। সরব আরএসএস-এর সঙ্গে অধীরের যোগ নিয়েও। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের অফিসে মিলল ৩৫০-৪০০ OMR শিট। রবিবার রাহুল গান্ধীর বাড়িতে হানা দিল্লি পুলিশের। ভারতসেরা হয়ে শহরে মোহনবাগান। অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. জমি বিতর্কে নোবেলজয়ী অর্মত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর সংঘাত তুঙ্গে। এবার নোবেলজয়ীকে উচ্ছেদের নোটিস পাঠাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৯ মার্চ অমর্ত্য সেন বা তাঁর কোনও প্রতিনিধিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ে হাজির হতে বলা হয়েছে। বিশ্বভারতীর স্পষ্ট বক্তব্য, অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেনকে ৯৯ বছরের জন্য দেওয়া হয়েছিল সম্পত্তি। পুরো সম্পত্তি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের। তাই চিঠিতে বর্ষীয়ান অর্থনীতিবিদকে ১৩ ডেসিমেল জমির জবরদখলকারী হিসবে উল্লেখ করেছে বিশ্বভারতী। সেইসঙ্গে তাঁকে জমি ফেরত দেওয়ার উপদেশও দেওয়া হয়েছে। তবে অমর্ত্য সেন বর্তমানে বিদেশে। তাঁর আইনজীবী জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমাদের হাতে কোনও চিঠি আসেনি। জমির জবর দখলের কোনও প্রশ্নই নেই। রেকর্ড রয়েছে অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেনের নামে। রেকর্ড সংশোধন হলেই সব পরিষ্কার হয়ে যাবে।” এদিকে কর্তৃপক্ষের এই পদক্ষেপে যথেষ্ট ক্ষুব্ধ বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক থেকে প্রাক্তনীরা। সকলেই একে ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলে মনে করছেন। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিষয়টি বিচারাধীন থাকাকালীন কীভাবে এই নোটিস দেওয়া সম্ভব হল? এই প্রসঙ্গে উঠল সেই প্রশ্নও।
2. সাগরদিঘি উপনির্বাচন নিয়ে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদে দলীয় নেতাদের এক বৈঠকে তিনি সাফ জানিয়েছেন, সাগরদিঘিতে সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছে। সেখানে টাকার খেলা চলেছে। তাই তৃণমূল নেতৃত্বকে মাঠে নেমে সংখ্যালঘুদের অভাব অভিযোগ শোনার পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর নির্দেশ, সংখ্যালঘুদের জন্য যা কাজ হয়েছে, তা সবিস্তারে জানাতে হবে। এদিন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে টেলিফোনে কথা বলেন মুর্শিদাবাদ জেলার সাংসদ, বিধায়ক-সহ ৬ নেতা। তাঁর সেই টেলিফোন বার্তাই লাউডস্পিকারে শোনানো হয়।
এদিন সাংসদ খলিলুর রহমান, আবু তাহেররা তাঁর কাছে অভিযোগ করেন, “অধীর চৌধুরী সবাইকে তৃণমূলের বিরুদ্ধে ভুল বোঝাচ্ছেন।” এই অভিযোগের জবাবে মমতা বলেন, “অধীর আরএসএসের কথায় কাজ করছেন। তিনিই বিজেপির এক নম্বর লোক।” তিনি আরও বলেন, “বিজেপি তো, রাহুল গান্ধীকে মূল বিরোধী হিসেবে তুলে ধরতে পারলে তাদেরই লাভ। অন্য বিরোধীদের দুর্বল করে দেওয়া যাবে।” অন্যদিকে, জেলা নেতৃত্বের আমন্ত্রণে সাড়া দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর মুর্শিদাবাদ সফরে যাবেন বলে জানিয়েছেন নেত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।