মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আরও উত্তপ্ত বাংলাদেশ। চলছে বিক্ষোভ, ৪০ ছাড়াল মৃতের সংখ্যা। বন্ধ ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৎপর শাসক দল। মঞ্চ পরিদর্শন পুলিশ কমিশনারের। কুণালের পোস্টে নাকচ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত।রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। নোটিস কেন্দ্র ও রাজ্যকে। বোসকে নিশানা মুখ্যমন্ত্রীর আইনজীবীর।
হেডলাইন:
আরও শুনুন: 17 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- মোদির ‘সব কা সাথ’ নীতিতে আপত্তি, মেরুকরণের ইঙ্গিত শুভেন্দুর
বিস্তারিত খবর:
1. সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষণ বাতিলের দাবিতে গর্জে উঠেছে বাংলাদেশ। দিকে দিকে পড়ুয়াদের বিক্ষোভ-মিছিল অব্যাহত। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলিগ। কড়া হাতে আন্দোলন দমনে নেমেছে পুলিশ। অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, সংঘর্ষের জেরে বাংলাদেশে মৃতের সংখ্যা ৪০ পেরিয়ে গিয়েছে। শুক্রবারেও রক্তাক্ত দেশ, ঝরে গেল ৩টি প্রাণ। এখনও পর্যন্ত আহতের সংখ্যা অন্তত ২০০। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ ইন্টারনেট পরিষেবা। রাজধানী ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানী ঢাকার মধ্যে যাবতীয় রেল পরিষেবা বন্ধ। এদিকে ভারত থেকে বাংলাদেশে যাওয়া দুই ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস বাতিল করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন বহু ভারতীয় শিক্ষার্থী। ভারতে ফেরায় অপেক্ষায় আরও অনেকে ভিড় জমিয়েছেন সীমান্তে। বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে এদিন পথে নামল কলকাতাও। বাংলাদেশের পীড়িত সাধারণ নাগরিকের পাশ দাঁড়িয়ে, শুক্রবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দপ্তরের সামনে প্রতিবাদ মিছিলে শামিল হলেন বামমনস্ক ছাত্র সংগঠনের একদল সদস্য ও মানবাধিকার কর্মীরা।
2. একুশে জুলাই, তৃণমূলের শহিদ দিবসের দিকে বরাবরই বিশেষ নজর থাকে বঙ্গ রাজনৈতিক মহলের। লোকসভায় রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পর আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে চলতি বছরের শহিদ দিবস পালন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের দারুণ ফল দিনের মঞ্চ থেকে উৎসর্গ করা হবে শহিদদের প্রতি। শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন আর লোকসভার ফলাফলের উদযাপন, জোড়া অনুষ্ঠানের কথা মাথায় রেখে এ বছর বদল মঞ্চসজ্জাতেও। জানা গিয়েছে, স্টেজ চওড়ায় খানিকটা বাড়ানো হচ্ছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র্যাম্পও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঝড়বৃষ্টিতে ভাসবে কলকাতা। আর সে কথা মনে রেখেই মঞ্চ ও ব্যাকড্রপ তৈরি হয়েছে। শুক্রবারই মঞ্চ পরিদর্শন করেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্য আধিকারিকরা।
এদিকে ওই দিনেই শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিলের সিদ্ধান্তের খবর মিলেছিল। রেলের এই সিদ্ধান্তকে চক্রান্ত বলে উল্লেখ করে X হ্যান্ডেলে তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তার পরই সিদ্ধান্ত বদল রেলের। শনি এবং রবিবার শিয়ালদহ ডিভিশনে কোনও লোকাল বাতিল হচ্ছে না বলেই জানালেন পূর্ব রেলের সিপিআরও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।