নূপুর শর্মাকে এখনই গ্রেপ্তার নয়। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি বহিষ্কৃত বিজেপি নেত্রীর। নূপুরের বিরুদ্ধে দায়ের একাধিক মামলাকে একত্র করা নিয়েও ভাবনা। দেশের একাধিক রাজ্যে সংখ্যালঘু তকমা পাওয়ার পথে হিন্দুরা। ধর্ম ও ভাষার ভিত্তিতে এই তকমা দিতে পারে রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে খুলল দরজা। মা কালীকে নিয়ে বিতর্কের জের। শ্রাবণ মাসে কলকাতায় কালীপুজোর আয়োজন করছে বিজেপি। গেরুয়া শিবিরকে পালটা খোঁচা দিলেন মহুয়া মৈত্র।
হেডলাইন:
আরও শুনুন: 18 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- বাংলার রাজ্যপাল পদে শপথ লা গণেশনের, উপস্থিত মুখ্যমন্ত্রী
আরও শুনুন: 17 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- কোভিড টিকাকরণে ২০০ কোটির গণ্ডি পেরল ভারত, প্রশংসা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে বড়সড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলির ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়ার উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে নূপুরের বিরুদ্ধে হওয়া একাধিক মামলাকে একত্রিত করা যায় কি না, তা নিয়ে রাজ্যগুলির মত জানতে চেয়েছে শীর্ষ আদালত।
পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে ৯টি মামলা দায়ের হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে। সমস্ত মামলায় গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নেত্রী। সবকটি মামলাকে একত্রিত করার দাবিও জানিয়েছিলেন তিনি। আপাতত তাঁর প্রথম আবেদনে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশকে নূপুরের অনুরোধের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলাগুলিকে একত্রিত করা হবে কি না, তা নিয়ে আগামী ১০ আগস্ট সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত।
2. কয়লা পাচার কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। মঙ্গলবার আসানসোলের সিবিআই আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে মোট ৪১ জনের নাম রয়েছে বলে সূত্রের খবর। রয়েছে একাধিক বেসরকারি সংস্থা, তাদের ডিরেক্টর এবং কয়লা খাদানের নামও।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা-সহ তার সহযোগীদের নাম রয়েছে। রয়েছে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, গুরুপদ মাজি, নীরদ মণ্ডল, নারায়ণ নন্দা-সহ ধৃত ৮ ইসিএল আধিকারিকের নাম। এছাড়াও রয়েছে, আসানসোল-দুর্গাপুরের ১০ বেসরকারি কারখানার ডিরেক্টরদের নাম, যারা বেআইনি কয়লা কেনাবেচা করত। এছাড়াও রয়েছে অবৈধভাবে কয়লা খনন করত এমন ১৫ জন মাফিয়ার নাম। ইতিমধ্যেই অনুপ মাজি ওরফে লালার সুপ্রিম কোর্টের বিশেষ রক্ষাকবচ রয়েছে। বিনয় মিশ্র পলাতক। বিকাশ মিশ্র রয়েছে জেলে। এছাড়াও জয়দেব, গুরুপদ, নীরদ ও নারায়ণ সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়েছে। এদিকে ১ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে কয়লা উত্তোলক সংস্থা কোলফিল্ডস লিমিটেডের প্রাক্তন ও বর্তমান জিএম-সহ নিরাপত্তারক্ষীদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।