মহাকুম্ভে অগ্নিকাণ্ড। সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন সেক্টর ১৯ চত্বরে, পুড়ল সন্ন্যাসীদের তাঁবুও। অবশেষে পুলিশের জালে সইফের হামলাকারী। ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা। সোমবার সাজা ঘোষণা আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয়ের। রুদ্রাক্ষ পাওয়ার দাবি খারিজ সিবিআই-এর। রহস্যমৃত্যু কিশোর ক্রিকেটারের। গাজায় শুরু যুদ্ধবিরতি। ইতিমধ্যেই তিন পণবন্দির নাম প্রকাশ হামাসের। প্রথম খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আগুনের গ্রাসে মহাকুম্ভ। রবিবার দুপুরে শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর ১৯ চত্বরে আগুন লেগেছে বলে জানা যায়। অনুমান করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে যায় একাধিক তাঁবুতে। সন্ন্যাসীদের তাঁবুর ভিতরে রান্নার কাজের সময় কোনওভাবে আগুন ছড়ায়। এরপর সিলিন্ডারে বিস্ফোরণে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দাউদাউ করে জ্বলতে থাকে একাদিক তাঁবু। তবে, মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ইঞ্জিনগুলি। তড়িঘড়ি কাজ শুরু করেন দমকল কর্মীরা। তাতে আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসে। দমকলকে সাহায্য করতে অকুস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। পরিস্থিতি তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এদিকে যোগী আদিত্যনাথকে ফোন করেই পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2. অবশেষে গ্রেপ্তার সইফ আলি খানের হামলাকারী। মুম্বই পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তারা গ্রেপ্তার করেছে ওই অভিযুক্তকে। পুলিশ সূত্রের খবর, থানের কাসারভাদালি এলাকায় হীরানন্দানি এস্টেটের কাছে একটি ঝোপের মধ্যে শুয়ে ছিল ওই অভিযুক্ত। ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিল সে। পুলিশ জানিয়েছে হামলাকারীর কাছে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার হয়েছে। ধরা পড়ার পরও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সে পুলিশকে নিজের নাম বিজয় দাস বলে জানাই। পরে স্বীকার করে তার নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। অভিযুক্তের বাংলাদেশ-যোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ বলছে, ওই হামলাকারীর কাছে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে আসলে বাংলাদেশি। জানা গিয়েছে, ওই হামলাকারী ভারতের নাগরিকত্ব প্রমাণ করার মতো কোনও নথি দেখাতে পারেনি। বরং তার কাছে এমন কিছু পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে বাংলাদেশি। হামলার নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা, এই দিকটিও তদন্তকারীদের খতিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করছে মুম্বই আদালত। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। হামলা সংক্রান্ত তথ্যের খোঁজে ধৃতকে আরও জেরা করা প্রয়োজন। তাই ধৃতের ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।