পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে শুরু নয়া প্রকল্প। ‘মেধাশ্রী’ প্রকল্পে টাকা পাবে অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা। ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে ফের কেন্দ্রীয় দল। মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক তৃণমূল। আরও ১৪ দিনের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের। ‘চোরদের জেলে পুরব’, রাজ্যে এসে শুভেন্দুর সুরেই সুর মেলালেন নাড্ডা। বঙ্গবিজেপিকে তেলেঙ্গানা থেকে জনসংযোগ শেখার বার্তা মোদির। বিবিসির সিরিজে মোদি-বিরোধী প্রোপাগান্ডার সুর।
হেডলাইন:
আরও শুনুন: 17 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- বিচারব্যবস্থার স্বাধীনতার সঙ্গে আপস নয়, কলেজিয়াম বিতর্কে সরব মমতা
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে শুরু নয়া প্রকল্পের। রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি পড়ুয়াদের জন্য ‘মেধাশ্রী’ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে মমতা জানালেন, ‘মেধাশ্রী’ প্রকল্পের আওতায় অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়ারা প্রতি বছরে ৮০০ টাকা করে বৃত্তি পাবেন। কেন্দ্রীয় সরকার ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দিয়েছে বলেই সেই দায়িত্ব নেবে রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার একাধিক ক্ষেত্রে রাজ্যের তহবিল বকেয়া রেখেছে। এই সূত্রেই কেন্দ্রীয় সরকারকে বিঁধে তিনি বলেন, ‘‘ওবিসিদের বৃত্তি বন্ধ করে দিয়েছে। আমি সাইকেল দিলে সব ধর্ম, জাতি, বর্ণের লোক পায়। আমি আপনাদের পাহারাদার। ওবিসি বৃত্তির ৮০০ টাকা আমরা দেব।’’ এর পরই তিনি কটাক্ষের সুরে পদ্মশিবিরকে খোঁচা দেন, ‘‘কিন্তু ভোটের সময় বলতে আসবে না, ওবিসি বন্ধুরা আমায় ভোট দাও।’’ প্রতি বছর আনুমানিক ২ লক্ষ ৬৩ হাজার পড়ুয়া এই প্রাক-মাধ্যমিক বৃত্তি পাবেন বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রীর মুখে নয়া প্রকল্পের ঘোষণা শুনে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা।
2. পঞ্চায়েত ভোটের আগে আরও একবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের পর আলিপুরদুয়ারের সভা থেকে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মমতা। এদিকে চলতি মাসেই ১০০ দিনের কাজ-সহ ১১ প্রকল্পের হালহকিকত খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। এই পরিদর্শনকে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের প্রতি তাঁর পালটা চ্যালেঞ্জ, “কেন্দ্র না দিলে আমরা আমাদেরটা বুঝে নেব। আমি ভিক্ষে চাইব না।”
১০০ দিনের কাজ প্রকল্পে বাংলার টাকা আটকানো নিয়ে বারবার সরব হয়েছেন মমতা। পালটা বরাদ্দ অর্থের হিসেব চাওয়ার আরজি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে রীতিমতো দরবার করেছে বঙ্গবিজেপি। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় মন্ত্রকের অধীন ১১টি প্রকল্পের অগ্রগতি দেখতে ফিল্ড ভিজিট করবেন কেন্দ্রের প্রতিনিধিরা, এই মর্মে নবান্নকে চিঠি দিয়েছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক। আর এই ইস্যুতেই মমতার তোপ, “কারওর বাড়িতে একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠাচ্ছে। আর বিএসএফ যখন গুলি করে মানুষ মারে তখন তো কেন্দ্রীয় দল আসে না!” গ্রামীণ রাস্তা নির্মাণ, নদীভাঙন ও বন্যা রোধ, কোনও কাজেই কেন্দ্রের টাকা মিলছে না বলে অভিযোগ মমতার। কিন্তু বকেয়া টাকার জন্য কেন্দ্রের কাছে তিনি আর হাত পাতবেন না বলে এদিন সাফ জানিয়ে দিলেন মমতা। পাশাপাশি আইনি জটিলতায় নিয়োগ আটকে যাওয়া নিয়েও সরব হয়েছেন তিনি। আলিপুরদুয়ারের সভা থেকে এই প্রসঙ্গে বিরোধীদের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।